সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক):
রাজধানীর যাত্রাবাড়ী, শ্যামপুর ও চকবাজার এলাকায় অনুমোদনহীন ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করায় র্যাবের ভ্রাম্যমাণ আদালতে ২১ লক্ষ টাকা জরিমানা।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী, শ্যামপুর ও চকবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে।
এসময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত অনুমোদনহীন ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে যাত্রাবাড়ী এলাকায় ০৭টি প্রতিষ্ঠানকে মোট ৭,২০,০০০/- (সাত লক্ষ বিশ হাজার) টাকা, শ্যামপুর এলাকায় ০৬টি প্রতিষ্ঠানকে মোট ১১,০০,০০০/- (এগারো লক্ষ) টাকা ও চকবাজার এলাকায় ০৩টি প্রতিষ্ঠাকে মোট ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা করে সর্বমোট ২১,২০,০০০ ( একুশ লক্ষ বিশ হাজার) টাকা জরিমানা প্রদান করেন।