সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
রাজধানীর কোতয়ালী এলাকা হতে বিপুল পরিমাণ জাল রেভিনিউ স্ট্যাম্প, জাল বাংলাদেশ কোর্ট ফি এবং তৈরির সরঞ্জামসহ ০২ জনকে গ্রেফতার করেছে র্যাব।
গত ৮ জুলাই সকাল ৭টা ৫ মিনিটের সময় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কোতয়ালী থানাধীন তাঁতিবাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৬১,৫৬,০০০/- (এশষট্টি লক্ষ ছাপ্পান্ন হাজার) টাকা সমমূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প ও জাল বাংলাদেশ কোর্ট ফি এবং সেগুলো তৈরির সরঞ্জামসহ ০২ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, আঃ রহমান হাওলাদার (২২) ও মোঃ আবুল কালাম শিকদার (৩৩)। এসময় তাদের নিকট থেকে জাল বাংলাদেশ কোর্ট ফি ও জাল রেভিনিউ স্ট্যাম্প তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন মূল্যমানের ১০টি (২০ টাকার- ০৩টি, ১০ টাকার- ০৪ টি, ০৫ টাকার- ০২টি, ০২ টাকার- ০১ টি) ডাইজ প্লেট ০৫টি পজিটিভ ০২টি মোবাইল ফোন ও নগদ- ৪,৯২০/- জব্দ করা হয়।
র্যাব-১০ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীতে বাংলাদেশ সরকারের সিকিউরিটি প্রিন্টিং প্রেসের মুদ্রনযোগ্য বিভিন্ন সরকারী রেভিনিউ স্ট্যাম্প ও জাল বাংলাদেশ কোর্ট ফি জাল জালিয়াতির মাধ্যমে বেশ কিছুদিন যাবৎ একটি সংঘবদ্ধ চক্র আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করে জাল রেভিনিউ স্ট্যাম্প ও জাল বাংলাদেশ কোর্ট ফি প্রস্তুত ও বিপনন করে আসছে।