সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ। বুধবার (৩০ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে সিআইডি।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মনসুর মিয়া, আকাশ (৪৬), ইউনুছ আলী (৩৬), মো. কাজল মিয়া (৩০), আল আমিন (৩২), মো. মিজানুর রহমান (৩৩), শাহরুখ খান (৩১)।
ব্রিফিংয়ে সিআইডি জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানান, আসামিরা ২০০৩ সাল থেকে দেশের বিভিন্ন স্থানে অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী ডাকাতি করে আসছে। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম, নরসিংদী, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় ডাকাতি, হত্যাসহ একাধিক মামলা আছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।
একই সংবাদ সম্মেলনে নিষিদ্ধ পপি বীজ আটকের মামলার আসামি অখিল চন্দ্র মণ্ডলকে গ্রেপ্তারের কথাও জানানো হয়। সরিষা বীজ আমদানির আড়ালে দেশে পপি বীজ আনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।