সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
রাজধানীর কদমতলী, যাত্রাবাড়ী ও লালবাগে র্যাবের পৃথক অভিযানে ১৪৮ বোতল ফেনসিডিল ও ১৫৪৭ পিস ইয়াবাসহ ০৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
এরই ধারাবাহিকতায় বুধবার (২৬ মে) আনুমানিক ১২টা ৫ মিনিটের সময় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন দক্ষিণ মাতুয়াইল মেডিকেল রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যাক্তি হলেন, মোঃ কামাল (৩০)। এসময় তার নিকট থেকে ০১ টি মোবাইল ফোন ও নগদ- ৮৩০/- টাকা উদ্ধার করা হয়।
এছাড়া বুধবার (২৬ মে) আনুমানিক সন্ধ্যা ৬টা ৫ মিনিটের সময় র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ হুজুর বাড়ী রোড এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১,৪৮,০০০/- (এক লক্ষ আটচল্লিশ হাজার) টাকা মূল্যের ১৪৮ (একশত আটচল্লিশ) বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ সোহেল রানা (২১) ও মোঃ শামীম হোসেন (২২)। এসময় তার নিকট থেকে ০৩ টি মোবাইল ফোন ও নগদ- ৯২০/- (নয়শত বিশ) টাকা উদ্ধার করা হয়।
এছাড়াও বুধবার (২৬ মে) আনুমানিক সাড়ে ৬ টার সময় র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার লালবাগ থানাধীন আমলিগোলা মক্কা হোটেল এর গলি এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১,২৪৭(এক হাজার দুইশত সাতচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির হলেন, মোঃ আতাউর রহমান (৩৮)। এসময় তার নিকট থেকে ০৩ টি মোবাইল ফোন ও নগদ- ৮,১৫০/- (আট হাজার একশত পঞ্চাশ) টাকা উদ্ধার করা হয়।