সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক):
ভাইরাসের সংক্রমণ এড়াতে সরকার সর্বাত্মক লকডাউন দিয়েছে। দিনশেষে রাতেও কঠোর ভূমিকা পালন করতে দেখা যায় পুলিশকে।
১ম দিনের মত ২য় দিনেও অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের তৎপরতা দেখা যায়। যারা বাইরে বের হয়েছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। কয়েকটি যানবাহনকে আটকিয়ে জরিমানাও করা হয়। বিভিন্ন পয়েন্টে যেমন চাষাড়া মোড়ে, মেট্রোহল মোড়ে ও নবীগঞ্জ গুদারাঘাটে এই ৩ টি পয়েন্টে রাতে পুলিশে চেকপোস্ট দেখা যায়।
চাষাড়া মোড়ের চেকপোস্টে ডিউটি করছেন, ইন্সপেক্টর জুবায়ের, এস আই নূর ই আলম সার্জেন্ট আসাদ, কন্সটেবল তায়েজ, কন্সটেবল আসাদ, কন্সটেবল রফিক, কন্সটেবল গফুর ও ট্রাফিক কন্সটেবল মোঃ হযরত আলী।
মেট্রোহল মোড়ে ডিউটি করছেন, এস আই তারেক, এ এস আই কিবরিয়া, কন্সটেবল মেহেদী, শরিফুল, সোহেল, রুবেল, মাহফুজুল।
নবীগঞ্জ গুদারা ঘাটে ডিউটি করছেন, এস আই কামরুজ্জামান, এ এস আই সালাউদ্দিন, নায়েক বাশার, কন্সটেবল মাসুম, কামরুল, শাহীন, সোহেল ও মিজান।