সকাল নারায়ণগঞ্জ:
স্টাফ রিপোর্টার (আশিক)
ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএ’র সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমানের ফার্মের খাটি গরুর দুধ এখন থেকে শহরে পাওয়া যাবে।
শুক্রবার (৯ এপ্রিল) বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে ডনচেম্বার মাতৃসদন সংলগ্ন ভান্ডারী এন্টারপ্রাইজের প্রোপাইটর কাউন্সিলর শওকত হাসেম শকুর মাধ্যমে দুধ বাজারজাত শুরু করা হয়।
কাউন্সিলর শওকত হাসেম শকু জানান, এমপি সেলিম ওসমান ৩০ বছর যাবৎ এই ব্যবসা করে যাচ্ছেন। জানামতে, ফার্মের দুধজাত গরুদের দানাদার, ঘাস, ভূট্টা খাবার পরিবেশন করা হয়ে থাকে। নিজস্ব থ্রি-ষ্টার ফার্মের উৎপাদিত এবং সম্পূর্ণ অটো মেটিক মেশিনে প্যাকেটজাতকৃত দুধ বিক্রি করা হচ্ছে।
যেন সাধারণ মানুষ ফুল ক্রীম দুধ খেতে পারেন। শহরবাসী এই দুধ পুষ্টি ও প্রোটিন চাহিদা পূরণ করবে। সে পরিপ্রেক্ষিতে তিনি বিএসটিআই অনুমোদন নিয়ে আজ থেকে শহরে বাজারজাত শুরু করলেন।