সকাল নারায়ণগঞ্জ:
স্টাফ রিপোর্টার (আশিক)
নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে অক্সিজেনের অভাবে প্রবীণ সাংবাদিক চুন্নু সিকদার মারা গেছেন।
শনিবার (৩ মার্চ) রাতে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের আইসিইউ ইউনিটে তিনি মারা যান।
চুন্নু সিকদারের ছেলে হোসেন সিকদার সুমন জানান, তার পিতা চুন্নু সিকদার করোনা নেগেটিভ ছিলেন।
কিডনিতে সমস্যা হওয়ার কারণে তার পিতা খানপুর আইসিইউতে ভর্তি ছিলেন। তার দাবী হাসপাতালের অনিয়মিত চিকিৎসার কারনে তার পিতার মৃত্যু হয়েছে। তিনি বাইরে থেকে সিলিন্ডার অক্সিজেন কিনে আনতেন। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন থাকে না। এমনকি আইসিইউতে থাকা অন্যান্য রোগীরাও অক্সিজেন পাচ্ছেন না। এমনকি টাকা দিলে নাকি পাওয়া যায় বলে দাবী তার।
অন্যান্য রোগীরা জানান, হাসপাতালে থাকা নার্সদের হ্যান্ড গ্লাবসও নাকি রোগীর পরিবারকে বাইরে থেকে কিনে এনে দিতে হয়। তাদের প্রশ্ন আমাদের যদি বাইরে থেকে তাদের হ্যান্ড গ্লাবস কিনে এনে দিতে হয় তাহলে সরকারি হ্যান্ড গ্লাবস তারা কি করছে?
অফিস সহায়ক আলমগীর জানান, তিনি অক্সিজেনের সিলিন্ডার খুলেন এবং লাগান। অক্সিজেন সিলিন্ডার রুমের চাবি তার কাছেই থাকে। তিনি নিজে স্বীকার করেন রোগী মারা যাওয়ার ৪ ঘন্টা আগে তাকে জানানো হয় যে রোগীর অক্সিজেন প্রয়োজন। কিন্তু অক্সিজেন আসার গাড়ি দেরি করেছে।
সরেজমিনে দেখা যায়, হাসপাতাল কর্তৃপক্ষের অনেক অবহেলা রয়েছে। রোগীর অক্সিজেন প্রয়োজন তা জেনেও তারা তেমন কোন পদক্ষেপ নেননি এমনকি ডাক্তারকেও জানাননি বিষয়টি।
অন্যান্য রোগীরা অভিযোগ করে বলেন, টাকা দিলেই নাকি অক্সিজেন মিলবে। আবার হাসপাতালে থাকা নার্স আয়া সহ যারা থাকেন তাদেরকে টাকা দিলে সেবা দেয় নয়তো ঠিকমতো সেবাও দেয়না।