সকাল নারায়ণগঞ্জ:
স্টাফ রিপোর্টার (আশিক)
নারায়ণগঞ্জসহ সারা বাংলাদেশে বাড়তে শুরু করেছে করোনা। যে কারণে প্রতিদিন প্রায় ৪০০ জন করোনার উপসর্গ নিয়ে ৩০০ শয্যা হাসপাতালে পরীক্ষা করতে আসেন।
এমন ঝুকিপূর্ণ জায়গায় হাসপাতালের সামনে থাকা ফাস্টফুডের দোকানে খেতে আসেন অসংখ্য মানুষ। হাসপাতালের সামনে এসব দোকান থেকেই ছড়াতে পারে প্রাণঘাতি করোনা ভাইরাস।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু এই বিষয়ে গণমাধ্যমে প্রকাশের পর ব্যবস্থা নিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে হাসপাতালের সামনে ঝুকিপূর্ণ এই জায়গার সবগুলো ফাস্টফুডের দোকান এবং ভ্রাম্যমাণ খাবারের দোকান (ফুচকা, চটপটি) বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেগুলো বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
শুক্রবার (২ এপ্রিল) বিকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল জব্বারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করা হয়। মোঃ আব্দুল জব্বার জানান, কোভিড ডেডিকেটেড হাসপাতালের আশেপাশের এই দোকানগুলো তরুণ-তরুণীদের বৈকালিক আড্ডাস্থল।
দোকানগুলো বন্ধ হওয়ার কারণে করোনার উচ্চ সংক্রমণ কমাতে সহায়তা করবে। মমে রাখবেন, করোনার দ্বিতীয় ওয়েভ থেকে সুরক্ষা ও ইতিবাচক ফলাফলে মাস্ক পরিধানের বিকল্প নেই। তাই মাস্ক