সকাল নারায়ণগঞ্জ:
স্টাফ রিপোর্টার (আশিক)
রাজধানীর যাত্রবাড়ীতে র্যাবের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজা এবং ১৭৬ বোতল ফেনসিডিলসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গত ২০ মার্চ আনুমানিক আড়াইটার সময় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, মোঃ আওয়াল হোসেন @ কুকু (৩৮)। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও নগদ- ৪৬০/- ( চারশত ষাট) টাকা জব্দ করা হয়।
এছাড়া, গত ১৯ মার্চ আনুমানিক রাত ১০টা ৩৫ মিনিটের সময় র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ অবৈধ ১৭৬ (একশত ছিয়াত্তর) বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ ইয়াছিন সরকার অপু (২৮) ও মোসাঃ শারমিন আক্তার সাথী (১৯)। এসময় তাদের নিকট থেকে ০২টি মোবাইল ফোন ও নগদ ১৪১০/- টাকা জব্দ করা হয়।