সকাল নারায়ণগঞ্জঃ গত ২১/১০/২০১৯ খ্রিঃ তারিখে যশোর শহরের মোল্লাপাড়া মালোপাড়া ভৈরব নদীর পাড়ে ঘাসের ক্ষেতে ঐ এলাকার কলেজ ছাত্র সোহাগ মাইকেলের মৃত দেহ পাওয়া যায়। এই সংক্রান্তে যশোর কোতয়ালী মডেল থানার মামলা নং-৬২(১০)১৯ ধারা-৩০২/৩৪ দঃবিঃ রুজু হয়।
মামলাটি গত ২৬/১১/২০১৯ খ্রিঃ তারিখে ডিবিতে হস্তান্তর করলে আমার উপর তদন্তভার অর্পন করা হয়। নিহত সোহাগের মোবাইলের সুত্র ধরে গত ০১/১২/২০১৯ খ্রিঃ তারিখে ঢাকার চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে রায়হান (২১) কে গ্রেফতার করি। এরপর তার স্বীকারোক্তি মতে সহযোগী ২। দাউদ (২১) ৩। কালিপদ বিশ্বাস (২৪) দেরকে যশোর হতে গ্রেফতার করি। তাদের স্বীকারোক্তি মতে ঘটনাস্থলের ১০ মিটার দুরে হত্যাকাজে ব্যবহৃত ০১টি চাকু,মদ রাখার মেরেন্ডা বোতল ও আসামীদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করি।
আসামীরা আজ যশোর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট গৌতম মল্লিক স্যারের আদালতে স্বেচ্ছায় স্বীকার করে হত্যার রহস্য উম্মোচন করে।
তারা জানা নারী ঘটিত কারনে পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন মদের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে ভিকটিম সোহাগ কে খাওয়ায় এবং চাকু দিয়ে গলায় পেটে আঘাত করে হত্যা করে।
মনটা মরে গেছিল। চাইছিলাম আর শুরু করবো না। কিন্তু বিবেকের তাড়নায় ছেলের মায়ের কান্না সহ্য করতে না পেরে কাজটি হাতে নিলাম এবং মা-বাবার দোয়ায় অবশেষে সাফল্য হয়।