সকাল নারায়ণগঞ্জঃ একটি যৌতুক মামলায় আদালতে হাজিরা দিতে এসে আইনজীবী ও বাদী পক্ষের হামলা ও মারধরের শিকার হয়েছেন আসামী পক্ষের লোকজনসহ অপর অপর এক আইনজীবীর সহকারি।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরের দিকে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় যৌতুক মামলার বাদী পক্ষের আইনজীবী মনিরুজ্জামান মন্টু ও আসামী পক্ষে থাকা আইনজীবী সহকারি সমিতির সাবেক সহসভাপতি মহিউদ্দিন সেন্টুর মধ্যে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আইনজীবী মনিরুজ্জামান মন্টু ও তার সহযোগি কয়েকজন মিলে হঠাৎ করেই হামলে পড়ে আইনজীবী সহকারি সমিতির সাবেক সহসভাপতি মহিউদ্দিন সেন্টুর উপর। এসময় সেন্টুকে রক্ষা করতে গেলে আরও কয়েকজন ব্যক্তি মন্টু ও তার আইনজীবী দ্বারা লাঞ্ছিত হন। তবে, কী কারণে ওই মারামারির ঘটনা ঘটেছিলো সে বিষয়ে স্পষ্ট করে কেউ কিছু জানাতে পারেনি।
এদিকে মারামারির এই ঘটনায় পুরো আদালত পাড়া জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোর্ট পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে, পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত পেয়ে ফিরে আসে। বিস্তারিত আমাদের উপ-পরিদর্শক কামাল হোসেন বলতে পারবেন।
পরবর্তীতে কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ১০ মিনিট সময় নিয়ে জানান, একটি যৌতুক মামলায় হাজিরা দিতে এসেছিলেন আসামী পক্ষের লোকজন। হাজিরা শেষে যাওয়ার সময় বাদী পক্ষের লোকজন তাদেরকে মারধর করে। এসময় বাদী পক্ষের আইনজীবী আসামী পক্ষের একজনের কলার চেপে ধরেন। তেমন কোনো বড় ঘটনা ঘটেনি।
এ প্রসঙ্গে জানতে চাইলে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল বলেন, এই ধরণের কোনো ঘটনার খবর শুনিনি। আমাদের কাছে কেউ কোনো অভিযোগও করেনি।
এদিকে এ প্রসঙ্গে জানতে আইনজীবী মনিরুজ্জামান মুন্টুর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সেটি রিসিভ করেননি। ফলে এ প্রসঙ্গে তার পক্ষ থেকে কোনো ধরণের বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়ে উঠেনি।