সকাল নারায়ণগঞ্জঃ
আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নের নিষ্ঠাবান সমাজকর্মী ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর আয়শা আক্তার দিনার আজ শুভ জন্মদিন।
১৯৮০ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি একজন মুসলিম পরিবারের সন্তান। মানবতার সেবায় নিয়োজিত এই সমাজকর্মী সদা হাস্যজ্বল ও ন্যায় পরায়ণ একজন জনপ্রিয় কাউন্সিলর।
তিনি মানুষের বিপদে যেভাবে যাপিয়ে পরেন তা বিরল।সব সময় মানুষকে নিয়ে আলোকিত হওয়ার সপ্নে বিভোর থাকেন দিনা।হাজার হাজার মানুষের হৃদয় জয় করে নিয়েছেন দিনা।মানুষকে যথেষ্ট মূল্যায়ন করেন এবং মুরব্বীদের সু-পরামর্শে সচেতনতায় ভরপুর এই নিবেদিত সমাজকর্মী। কাউন্সিলর দিনা সকাল নারায়ণগঞ্জকে জানান,আজকে আমার জন্মদিন।আমি এই করোনার মহামারীর সময়ে আনন্দ ভাবে জন্মদিন পালন করতে পারি না।
তবে সকলের কাছে আমার অনুরোধ আপনারা আমার জন্য দোয়া করবেন মৃত্যুর আগ পর্যন্ত যেনো মানুষের সেবা করে যেতে পারি।আমি যতো যাই কিছু করি না কেনো আপনাদের জন্য করি।আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি। প্রসঙ্গত,নাসিকের এই নারী করোনাযুদ্ধা দিনা করোনার শুরু থেকে এলাকাবাসীকে সচেতন করার জন্য মাস্ক,হ্যান্ড সেনিটাইজার,লিফলেট বিতরণ করেছেন।এমনকি বাড়ি বাড়ি গিয়ে সচেতন করেছেন।সে কখনো রৌদ বৃষ্টি বুজেন নাই।এই সব উপেক্ষা করে তিনি সবার মাঝে ছুটে গিয়েছেন।
এগুলা ছাড়া অসহায় দুস্তদের মাঝে প্রধানমন্ত্রী কতৃক ত্রান বিতরণ করেছেন এমনকি ব্যক্তিগত ভাবে ত্রান দিয়েছেন।রাত নয় দিন নয় যার যখন খাদ্য সামগ্রী প্রয়োজন নিজে এসে পৌছে দিয়েছেন। ইতিমধ্যে তিনি মানবতার মা পরিচয় দিয়ে কয়েকটি কাজ করেছেন।যা নারায়ণগঞ্জ এর মধ্যে আলোচিত হয়েছে।
করোনার এমন দূর্যোগ সময়ে নিজের কথা চিন্তা না করে অসহায় গর্ভবতি মায়েদের ডেলিভারি করিয়েছেন।তার এমন মহৎ কাজে এলাকাবাসী খুশি হয়েছেন এবং তার জন্য দোয়া করেছেন। নাসিকের এই কাউন্সিলর ৪ টি সেচ্ছাসেবক দল গঠন করেছেন। যার যে ধরনের সাহায্য লাগবে তার টিম সেখানে উপস্থিত থেকে পৌছে দিবেন।সকল ধরনের সহযোগিতা করে যাবে বলে আশ্বাস দেন তিনি।