সকাল নারায়ণগঞ্জঃ
সারা দেশেব্যাপী করোনা হিরো উপাধি পাওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদ ও তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা করোনা আক্রান্ত হয়ে রাজধানীর স্কায়ার হাসপতালে ভর্তি আছেন।তাদের সুসাস্থ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫ নং ওর্য়াড কাউন্সিলর জি.এম.সাদরিল।
এছাড়াও নাসিকের এই কাউন্সিলর খোরশেদ ও তার স্ত্রীকে স্কয়ারে ভর্তির ব্যবস্থা করার জন্য নারায়নগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানকে ধন্যবাদ জানিয়েছেন।
সোমবার (১ জুন) দুপুরে এই প্রতিনিধির সাথে আলাপকালে তিনি তাদের জন্য দোয়া কামনা এবং তারা যেনো আমাদের মাঝে করোনাকে জয় করে আগের মতো ফিরে আসেন এই কামনা করেন।
নাসিকের কাউন্সিলর সাদরিল বলেন,সেই মানবতার ফেরিওয়ালা, নারায়ণগঞ্জের বীর সন্তান, দেশ-বিদেশে আলোচিত কাউন্সিলর, যে নিজের জীবন বাজি রেখে মানুষের সেবায় এগিয়ে যেতো, সেই বীর বাহাদুর, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সংগ্রামী সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সবচেয়ে জনপ্রিয় ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ভাইজান ও তার সহধর্মিণী আমাদের আফরোজা খন্দকার লুনা ভাবি করোনা আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামিম ওসমানের সহযোগিতায় ঢাকা স্কয়ার হাস্পাতালে ভর্তি আছেন।
সাদরিল আরও বলেন, যে মানুষের উপকার করে,আল্লাহ তালা তার উপকার করে। হাজারো লক্ষ মানুষের দোয়া আছে তার পরিবারের উপর আর এই হাজারো লক্ষ মানুষের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ও আল্লাহর কুদরতি রহমতে ভাইজান খোরশেদ এবং লুনা ভাবি খুব দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে ইনশাআল্লাহ।
নাসিকের এই কাউন্সিলর নারায়ণগঞ্জবাসীকে ব্যক্তিগত অনুরোধ করে বলেন,এই সাদা মনের করোনা যুদ্ধা মানুষটির জন্য আপনারা দুয়া করবেন। প্রসঙ্গত,শনিবার (৩০ মে) বিকেলে ৬১ ব্যক্তির দাফনকার্যে অংশ নিয়ে দেশব্যাপী আলোচিত নারায়ণগঞ্জের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ করোনা আক্রান্ত হওয়ার খবর জানা যায়। এর আগেই গত ২৩ মে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা।