সকাল নারায়ণগঞ্জঃ
বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতি পক্ষের হামলায় পিতা পুত্র গুরুতর আহত হয়। আহতদের আশংকা জনক অবস্থায় গজারিয়া ভবেরচর হসপিটালে ভর্তি করা হয়।পরে কাজিপুরা থানায় মোঃ মাছুদ এর স্ত্রী মোসাঃ ছখিনা বেগম (৩০) বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
শুকরুবার (২৯ মে) বেলা ১২টায় গজারিয়া সদর উপজেলার ২ নং ওয়ার্ড, গজারিয়া লঞ্চঘাট বাজার সংলগ্ন এলাকার মৃত বিশু বেপারির পুত্র শহিদুল্লাহ বেপারির নিজ বাড়িতে এই ঘটনা ঘটে ।
মোসাঃ ছখিনা বেগম সাংবাদিকদের বলেন,সম্পত্তি সংক্রান্ত বিরুদ্ধে গত শুকরবার (২৯ মে) বেলা ১২টায় বিবাদী ১ জাহাঙ্গীর (৪৫) পিতা হারুন অর রশিদ, ২ আজিম (১৯) ৩ সিয়াম (১৮) উভয় পিতা জাহাঙ্গীর সহ আরো কয়েকজন মিলে পূর্ব পরিকল্পিতভাবে প্রথমে তারা আমাদের বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালমন্দ করিতে থাকেন আমার পিতা মোঃ শহিদুল বেপারী (৬৫) তিনি প্রতিবাদ করলে বিবাদীরা লোহার রড, কাঠের বাঁকালা, বাস,
শাবল সহ ইত্যাদি নিয়ে আমারদের বাড়িতে ঢুকে আমার পিতার উপর হামলা করে এবং আমার পিতাকে হত্যার উদ্দেশ্য ১নং বিবাদী শাবল দিয়া আমার পিতাকে হত্যার উদ্দেশ্য মাথার বাম পাশে ভারী মারিয়া মাথা
ফাটাইয়া রক্তাক্ত জখম করেন ৩ নং রোড দিয়া আমার পিতাকে এল পাথালি বাড়ি মারতে থাকে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন আমার ভাই মোঃ সুবহান বেপারী (৪০) আগাইয়া আসলে ২ নং বিবাদী আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে মাথার ডান পাশে বাড়ি মারিয়া মাথা ফাটাইয়া গুরুত্ব জখম করেন ৩ নং বিবাদী আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে মাথার ডান পাশে বাড়ি মারিয়া মাথা ফাটায় গুরুত্ব জখম করেন ও আমার ভাইকে এলোপাতাড়ি কিল-ঘুষি লাথি মারিয়া শরীরে বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে আমি ও আমার ছেলে মোঃ হাসান (১৩) আগায়া আসলে আমাদের কিল-ঘুষি-লাথি মারিয়া নীলা ফুলা জখম করে আমার
চিৎকার শুনে আশেপাশের লোকজন আগায়া আসলে বিবাদী তাদের বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করিয়া চলিয়া যায় আশেপাশের লোকজনের সহায়তায় আমার পিতা ও ভাইকে নিয়ে আমরা ভবেরচর হাসপাতালে ভর্তি করি তারা বর্তমান উক্ত হাসপাতালে চিকিৎসা দিন আছে এই মর্মে কাজিপুর থানায় অভিযোগ দায়ের করিতেছি