সকাল নারায়ণগঞ্জঃ
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকল মানুষের জীবনের নিরাপত্তার বিষয় বিবেচনা করে সোনারগাঁও বাসী তথা দেশবাসীকে নিরাপদে থেকে ঈদ পালনের আহবান জানিয়েছেন সোনারগাঁ উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক মো.মাহবুব আলম মিলন।
এবারের ঈদ অন্যান্য বছরের ঈদ থেকে অনেকটা ব্যাতিক্রম। কারণ সারা বিশ্বে মরণব্যাধি করোনা ভাইরাসের কারণে বিপর্যস্ত জনজীবন। এরই মধ্যে করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মৃত্যু বরণ করেছেন এখনও করছেন। এমতবস্থায় এবারের ঈদ পালন করা মুসলিম উম্মাহর জন্য সত্যি খুব কষ্টের।
তারপর যেহেতু বছর ঘুরে পবিত্র মাহে রমজান শেষে এই মহা পবিত্র ঈদুল ফিতর আসে সেহেতু বিশ্ববাসীর জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে এবারের ঈদ ঘরে বসে নিরাপদ দূরত্ব বজায় রেখে পালন করলে হয়তো করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অনেকটা কমিয়ে আনা যাবে।
এ বিষয়ে তিনি সোনারগাঁও বাসীকে উদ্দেশ্য করে বলেন, আপনার আমার জীবনের সাথে আমার আপনার পরিবারের সকলের জীবন জড়িত রয়েছে। দয়া করে দেশবাসীর জীবন রক্ষার স্বার্থে লকডাউনে ঘর থেকে বের হবেননা। নিজে নিরাপদে থেকে ঘরে বসে ঈদ পালন করুন।সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা।