সকাল নারায়ণগঞ্জঃ
মডেল গ্রুপের দেয়া উপহার সামগ্রী মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ।
শনিবার (১৬ মে) বেলা ১২ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বীর সৈনিকদের হাতে এ সামগ্রী তুলে দেয়া হয়।
বীর মুক্তিযোদ্ধাদের জন্য সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ায় মডেল গ্রুপের প্রশংসা করেন উপস্থিত মুক্তিযোদ্ধারা।
তারা বলেন, মডেল গ্রুপের প্রতি আমরা কৃতজ্ঞ। করোনা ভাইরাসকালীণ কঠিন এ সময়ে নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধাদের কথা চিন্তা করে মডেল গ্রুপের এ উপহার সামগ্রী মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার কখনো ভুলবে না।
তারা আরো বলেন, মডেল গ্রুপের এমডি মাসুদ নিজে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, সে মুক্তিযোদ্ধাদের কষ্ট বুঝতে পেরে এগিয়ে এসেছে। তাই আমরা তার জন্য দোয়া করছি এবং মডেল গ্রুপের আরো সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।
এছাড়াও করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সরকারী বিধি মালা মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করতে অনুরোধ করেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, সাবেক কমান্ডার সামিউল্লাহ মিলন, সাবেক ডেপুটি কমান্ডার এডঃ নুরুল হুদা, সদর উপজেলা ইউনিটের সাবেক কমান্ডার শাহজাহান ভূইয়া জুলহাস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা মো. ওয়ালী মাহমুদ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল প্রমুখ।
উল্লেখ্য, জেলার ৫ উপজেলার (সোনারগাঁ ৩৫০, রূপগঞ্জ ২৫০, আড়াইহাজার ২৫০, বন্দর ১৬০, সদর ৭৪০) ১৭৫০ জন্য মুক্তিযোদ্ধাদের জন্য এ উপহার সামগ্রী দেয়া হয়েছে।
উপহার সামগ্রীতে রয়েছে মিনিকেট চাল ৫ কেজি, পোলাওয়ের চাল ২ কেজি, মুশুরীর ডাল ১ কেজি, ছোলা বুট ১ কেজি, তেল (সয়াবিন) ১ লিটার, সেমাই ৪০০ গ্রাম, আলু ২ কেজি, পিয়াজ ১ কেজি ও সাবান ১ পিছ।