1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
রাতের আধারে স্বামীকে নিয়ে অসহায়দের পাশে কাউন্সিলর দিনা - সকাল নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
মুরাদনগরে নারী ধর্ষণ ও নিপীড়নের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন জুলাই অপরাধীদের তালিকা না দেয়াও অপরাধ বন্দর উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে নিয়ে অবমাননাকর আচরণের তীব্র নিন্দা অসুস্থ বিএনপি নেতা লাভলুর পাশে জমিয়তের মুফতি মনির কাসেমী ধর্ষণ-নিপীড়ন বন্ধে ব্যর্থ অর্ন্তবর্তী সরকারও জুলাই অপরাধী-দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ ও বিচার করুন  জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় রোডমার্চ নারায়ণগঞ্জের চিটাগাং রোড ও মোগরাপাড়া চৌরাস্তায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথদেবের রথযাত্রা উৎসবে এসপির অংশগ্রহণ  মুসলিম ভূখন্ডে ইসরাইলী হামলার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর বিক্ষোভ মিছিল। পুরো প্রজন্ম ধ্বংস করতে একজন মাদকাসক্তই যথেষ্ট: মাওলানা ফেরদাউসুর রহমান 

রাতের আধারে স্বামীকে নিয়ে অসহায়দের পাশে কাউন্সিলর দিনা

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বুধবার, ১৩ মে, ২০২০
  • ৪৯৬ Time View
রাতের আধারে স্বামীকে নিয়ে অসহায়দের পাশে কাউন্সিলর দিনা (ছবি সকাল নারায়ানগঞ্জ)
রাতের আধারে স্বামীকে নিয়ে অসহায়দের পাশে কাউন্সিলর দিনা (ছবি সকাল নারায়ানগঞ্জ)

সকাল নারায়ণগঞ্জঃ

ভয়াবহ করোনাভাইরাসের প্রাদুভার্ব বদলে দিয়েছে গোটা বিশ্বের বাস্তবতা। করোনাভাইরাস এমন একটি সংক্রামক ভাইরাস যা এর আগে কখনো মানুষের মধ্যে ছড়ায়নি। বৈশ্বিক মহামারি কোভিড ১৯ নামের এই ভাইরাস প্রতিনিয়তই মানুষের জীবনকে হুমকির পাশাপাশি ঠেলে দিচ্ছে অনিশ্চয়তার দিকে।

করোনাভাইরাসের এই বিস্তারের সময়ে চারপাশ যেন ভরে উঠছে দুঃসংবাদে। তবে সারাবিশ্বে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের এই সময়টাতে দেখা মিলছে মানবিক মানুষেরও। বিশেষ করে দেশের প্রায় লকডাউন পরিস্থিতিতে দিনমজুর, খেটে-খাওয়া, নিম্ন-আয়ের, অসহায়, সাধারণ মানুষ যখন বিপাকে পড়ে তখন সরকার, বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়া ব্যক্তিগতভাবেও তাদের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই।

এটা যে শুধু বাংলাদেশে তা নয় বরং গোটা বিশ্বেই দেখা মিলছে মানবিক মানুষের। এই সময়টাতে জনহিতকর কাজ আর মানবিক সহায়তা করে ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছেন নাসিক ৭,৮,৯ নং ওর্য়াডের কাউন্সিলর আয়েশা আক্তার দিনা।

ঠিক তার এই কার্যক্রম অব্যাহত রেখে প্রতিদিনের মতো মঙ্গলবার (১২ মে) গভীর রাতে জালকুড়ী ৯ নং ওয়ার্ডের পঙ্খ শাহ মাজার,আমতলা,খোলা মার্কেটের সামনে নিম্ম আয়ের কর্মহীন অসহায় গরিব ১শ পরিবারের মাঝে উপহার দিয়েছেন তিনি।ওই সময় তার সাথে ছিলেন তার স্বামী সায়েম প্রধান। এ সময় কাউন্সিলর দিনা বলেন, এই দুর্যোগে সাধ্যমতো সহযোগীতার কার্যক্রম অব্যাহত থাকবে। আমি এই সংকটে মানুষের মাঝে কাজ করে যাচ্ছি।সরকারি সহায়তা ছাড়া ব্যক্তিগতভাবে সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

যতদিন পারি এই কার্যক্রম চালিয়ে যাবো।আল্লাহ আমাকে সহায়তা করার জন্য সব কিছু দিয়েছেন।সব কিছুর মালিক আল্লাহ,আমি একমাত্র উছিলা। তিনি আরো বলেন,করোনার প্রভাব যেভাবে বারছে এতে সরকারের কাছে অনুরোধ থাকবে কঠিন ভাবে আবার লকডাউন দেওয়া হউক। প্রসঙ্গত,নারায়নগঞ্জে করোনাভাইরাসের প্রভাব বিস্তারের শুরু থেকেই গরীব, দুঃখী, মেহনতি মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন তিনি। বিনামূল্যে সুরক্ষা মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু করে হত-দরিদ্র, কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তথা চাল, ডাল, তেল, পেয়াজ, লবন, সাবান ইত্যাদি বিতরণ করেছেন নাসিক ৭,৮,৯ নং ওয়ার্ডে। তার এরুকম কাজে এলাকাবাসী খুশি।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL