সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
করোনা ভাইরাস এর প্রকোপ শুরু হওয়ার পর থেকে দেশে লকডাউন শুরু হয়ে যায়। এরপর থেকে ব্যবসায়ীসহ অনেকেই সংকটের মুখে পড়ে যায়। যারা হকার তারা লকডাউন থাকায় দোকান বসাতে না পেরে সংসার চালাতে হিমসিম খাচ্ছিলো।
রোজা শুরু হওয়ার পর থেকে ও তারা দোকান খুলে বসতে পারে নি। কিন্তু সরকার এর নির্দেশনা অনুযায়ী ১০তারিখ থেকে মার্কেট খুলার অনুমতি পায়।
তাই এখন সেই হকাররা চাষাড়া শহীদ মিনারের সামনে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও হ্যান্ড গ্লাবস এসব বিক্রি করেই খুব কষ্টে দিন পার করছে।
তারা বলেন, আমাদের ২-৩ জন ছেলে মেয়ে নিয়ে সংসার চালাতে খুব কষ্ট হয়। তাই এখন না পারতে কোনোরকমে এসব হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও হ্যান্ড গ্লাবস বিক্রি করেই দিন পার করছি।