সকাল নারায়ণগঞ্জঃ
পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার সিদ্ধান্তের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের মার্কেটগুলোতে সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে মাঠে নেমেছে র্যাব।
সোমবার(১১মে) নগরীর সমবায় মার্কেট, সান্তনা মার্কেট, বেলী টাওয়ার, সায়েম প্লাজাসহ বিভিন্ন মার্কেটগুলো পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, গতকাল থেকে শপিং সেন্টারগুলো খুলে দেয়া হয়েছে। শপিং সেন্টারগুলোতে সামজিক দূরত্ব মানা হচ্ছে কিনা এবং সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা দেখার জন্য আমাদের টিম প্রতিটি শপিং সেন্টারে যাচ্ছে এবং সেখানকার যে মালিক সমিতি আছে তাদের সাথে কথা বলছে। যেখানে সুরক্ষা ব্যবস্থা নেই সেখানে আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে সুরক্ষা ব্যবস্থা রাখতে হবে।
যেখানে একমুখী পথ নেই সেখানে একমুখী পথ করার জন্য বলছি এবং স্যানিটাইজার নিশ্চিত করতে বলছি। এছাড়া আরো যেসব সুরক্ষা ব্যাবস্থা রয়েছে তা নিশ্চিত করতে আমরা মালিক সমিতি এবং দোকান মালিকদের উৎসাহিত করতেছি।
তিনি আরো জানান, ফুটপাতগুলোতে যদি কোনো থাকে তাহলে চলাচলে কষ্ট হয়ে যায় এবং সামাজিক সুরক্ষা ব্যহত হতে পারে। এজন্য ফুটপাতে কোনো দোকান যাতে বসতে না পারে সেজন্য হকার্স ভাইদের আমরা অনুরোধ করবো এই কয়েকটা দিন ফুটপাতে না বসার জন্য।