সকাল নারায়ণগঞ্জঃ
“কৃষক বাচলে দেশ বাঁচবে”এই স্লোগানকে সামনে রেখে আরো ২ অসহায় কৃষকের ধান কেটে দিলেন সোনারগাঁ থানা যুবদলের নেতাকর্মীরা।
এ নিয়ে তাদের ৭ম দফায় ধান কাটার কাজ সম্পন্ন হলো। এরই ধারাবাহিকতায় আজ রোববার (১০ মে) সকালে রোজা রেখে বারদী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মছলন্দপুর গ্রামের মনিরুজামানের ১৫ শতাংশ জমির ধান এবং শফিক মিয়ার ১৭ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন তারা।
যুবদল নেতা সেলিম হোসেন দিপু জানান, করোনার প্রাদুর্ভাবের কথা চিন্তা করে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে ও জেলা যুবদলের সভাপতি শহীদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের অনুপ্রেরণায় আজ ৭ দিন ধরে বারদী ইউনিয়নের অসহায় দারিদ্র কৃষকের ক্ষেতের পাকা ধান কেটে দিচ্ছি।
তিনি আরো বলেন,দেশের এ দূর্যোগময় সময়ে একজন কৃষক টাকার অভাবে ক্ষেতের পাকা ধান কাটতে পারছেনা। আবার অনেক কৃষক শ্রমিক না পেয়ে পাকা ধান কাটতে পারছেনা। আর আমাদের দেশের কৃষকরা ঘরে ধান তুলতে না পারলে আমরা ভাত খেতে পারবনা। দেশে দেখা দিবে দুর্ভিক্ষ।
তাই আমাদের যুবদলের পক্ষ থেকে যতটুকু সম্ভব কৃষকদের ধান কাটতে সাহায্য করছি। আমাদের যত কষ্ট হোক আমরা এই কার্যক্রম অব্যাহত রাখবো।