সকাল নারায়ণগঞ্জঃ
শ্রমিকদের চাল বিতরণের সময়ে নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান। তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা পরিবহনের সাথে জড়িত তারা একদিক থেকে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।
আজকে পরিবহন বন্ধ থাকায় মানুষ আপনাদের গুরুত্ব বুঝতে পারছেন। কিন্তু আমি হতবাক হয়েছি আপনারা গাড়িতে উঠার আগেই আপনাদের সমিতির নেতারা একটা চাঁদা আদায় করতেন শ্রমিকদের কল্যানের নামে। আজকে সেই বিশাল অংকের টাকা কোথায়? কেন আপনাদের পাশে তাঁরা দাড়ালেন না। যদি ঈদের আগে শ্রমিকদের সন্তষ্ট না করা হয় তাহলে এই বিষয়টি দুদকের মাধ্যমে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর পরিবহন শ্রমিকদরে মাধ্যমেই পরিবহন গুলো পরিচালিত হবে। আর আপনারাও শহরের যেখানে সেখানে বাস গুলো রেখে সাধারণ মানুষের কষ্ট দিবেন না। প্রয়োজনে লিংক রুটে মাঠ ভাড়া নিয়ে সেখানে বাসগুলো রেখে পরিবহন পরিচালনা করবেন। শনিবার( ৯ মে) দুপুরে নারায়ণগঞ্জ কলেজের মাঠ প্রাঙ্গনে শ্রমিক নেতৃবৃন্দদের মাধ্যমে ২৭০০ পরিবারের মাঝে ৫৪ হাজার কেজি চাল বিতরনের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আমাদের নারায়ণগঞ্জ বাণিজ্যিক নগরী। এখানে ভাসমান মানুষের সংখ্যা বেশি। বিশেষ করে গার্মেন্টস সেক্টরে দেশের বিভিন্ন জেলা থেকে এসে প্রায় ২৫ লাখ শ্রমিক কর্মরত আছেন।
লকডাউন ঘোষণার পর শ্রমিকেরা পায়ে হেঁটে যার যার জেলা শহরে চলে গেল। যখন বেতন দেওয়ার কথা শুনলো তখন আবার পায়ে হেঁটে নারায়ণগঞ্জে চলে আসলো। এই যাওয়া আসার মাঝ পথে তারা করোনা বহন করে নিয়ে আসলো। যার ফলে নারায়ণগঞ্জ করোনা ভাইরাসের রেড জোন হিসেবে ঘোষণা করা হলো। আমি গার্মেন্টস শ্রমিক ভাইদের প্রতি অনুরোধ রাখবো ঈদের ছুটিতে আপনারা নারায়ণগঞ্জ ছেড়ে অন্য কোথাও যাবেন না। আপনারা যার যার বাসায় থাকবেন। ঈদে খুব সংক্ষিপ্ত আকারে ছুটি প্রদান করা হবে। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা দুটি ভাই নারায়ণগঞ্জ-৫ ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য।
আমাদের দুই জনের দল ভিন্ন হলেও আমাদের মতাদর্শ এক, আমাদের নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শামীম ওসমান এবং আমি পরামর্শ করে একে অপরের সহযোগীতা এবং দিক নির্দেশনা মোতাবেক সাধ্যমত জনগনের পাশে থাকার চেষ্টা করে চলেছি। খানপুর ৩০০ শয্যা (করোনা) হাসপাতালে পিসিআর ল্যাব, আইসিইউ স্থাপন করা হয়েছে এখানে শামীম ওসমানের যথেষ্ট ভূমিকা ছিল। শামীম ওসমানের মাধ্যমে নারায়ণগঞ্জ হাইস্কুল এবং সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি নমুনা সংগ্রহ সেন্টার স্থাপন করা হয়েছে। ভবিষ্যতেও আমরা একে অপরের সহযোগীতা নিয়ে আরো সুন্দর ভাবে পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করবো।
বক্তব্য শেষে তিনি পরিবহন শ্রমিক, অটোরিকশা চালক, নৌকার মাঝি ও অসহায় নারী সহ মোট ২৭০০ পরিবারের মাঝে ২০ কেজি করে ৫৪ হাজার কেজি চাল বিতরন করেন। এ নিয়ে মোট তিন দফায় মোট ১৮ হাজার ২০০ পরিবারের মাঝে ২ লাখ ৩৪ হাজার কেজি চাল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অব ইন্ডষ্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রুমন রেজা, জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, চেম্বার পরিচালক ফারুক বিন ইউসুফ পাপ্পু, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু, ২৩ নং ওয়ার্ড ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না সহ প্রমুখ।