সকাল নারায়ণগঞ্জঃ
করোনারভাইরাসের নমুনা সংগ্রহে বন্দরে একটি বুথ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৯ মে) ব্রাকের সহায়তায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (বন্দর) ২৩ নং ওয়ার্ডে সিটি করপোরেশনের আঞ্চলিক অফিসে এই বুথ উদ্বোধন করেন কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল। বন্দর উপজেলার নাসিক ১৯ থেকে ২৭ নং ওয়ার্ড মোট ৯টি ওয়ার্ডের এলাকাবাসীদের জন্য বুথটি স্থাপন করা হয়েছে।
প্রতি শনিবার, সোমবার ও বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এখানে নমুনা সংগ্রহ করা হবে। নাসিক এলাকার যে কেউ নাসিকের হট লাইন নাম্বারে যোগাযোগ করে এখানে পরীক্ষার জন্য নমুনা দিতে পারবে। হট লাইন নাম্বার হল- ০১৮১৯-৪৯৫৪২২, ০১৮১৪-৪৭৭২৮১, ০১৭১৭-২৯৯৮৯৩। এ টেস্ট সংখ্যা অপ্রতুল জানিয়ে স্থানীয় কাউন্সিলর দুলাল প্রধান জানান, নমুনা সংগ্রহের বুথ হওয়াতে আমরা মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানাই।
এখানে টেস্ট করা হবে প্রতিদিন ১৫ থেকে ২০টি। এ সংখ্যাটা আরও বেশি হলে ভালো হতো, আমি মেয়রকে বলেছি যেন এটি বৃদ্ধি করা হয়। আশা করছি বাড়বে। এসময় উপস্থিত ছিলেন নাসিকের আরবান প্রজেক্টের স্বাস্থ্য কর্মকর্তা ডা. নেসার হাসান তমাল, শিশু কনসাল্টেন্ট ডা. মশিউর রহমান অপু, নাসিকের অনলাইন টেলি মেডিসিন সেবার ডা. ফারুক, সাকিব, রাশেদ খান হাবিব প্রমূখ।