সকাল নারায়ণগঞ্জঃ
সারাবিশ্বে ছড়িয়ে পড়া নভেল-১৯ করোনা ভাইরাসে এই সময়টাতে দেখা মিলছে মানবিক কিছু মানুষেরও। বিশেষ করে দেশের প্রায় লকডাউন পরিস্থিতিতে দিনমজুর, খেটে-খাওয়া, নিম্ন-আয়ের, অসহায়, সাধারণ মানুষ যখন বিপাকে পড়ে তখন সরকার, বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন ছাড়াও ব্যক্তিগতভাবে তাদের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। এটা যে শুধু বাংলাদেশে তা নয় বরং গোটা বিশ্বেই দেখা মিলছে এরকম কিছু মানবিক মানুষের।
এই সময়টাতে গরীবদের জন্য খাদ্য সামগ্রী আর সামাজিক এবং মানবিক সহায়তা করে ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি, সোনারগাঁ উপজেলা শাখার নামে একটি সংগঠন। “ করোনায় ঘরে থাকি এবং গরীবকে সাহায্য করি” এই স্লোগানকে সামনে রেখে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি সোনারগাঁ উপজেলা শাখার উদ্দ্যোগে এবং কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো: হোসাইন সাহেবের দিক নির্দেশনায় এবং সোনারগাঁ উপজেলার শাখার সম্মানিত সহ-সভাপতি, মো: মনির হোসন এর নিজস্ব অর্থায়নে আজকে কয়েক জন অসহায় গরীবকে খাদ্য সামগ্রী এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন।
বৃহস্পতিবার ৭ই, মে ২০২০ ইং তারিখ দুপুর ২ ঘটিকার সময় শোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ী মজলিস এলাকায় এবং দুপুর ২:৩০ মিনিটের সময় শোনারগাঁও পৌরসভার পুরান ত্রিপরদী এলাকায় ত্রান সামগ্রী এবং আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি সোনারগাঁ উপজেলা শাখার সাধারণ সম্পাদক, গরীবের উকিল নামে খ্যাত নারায়ণগন্জ জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মো: ফিরোজ মিয়া। আরো উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি সোনারগাঁ উপজেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক মো: রফিকুল ইসলাম (রফিক), বাড়ী মজলিস গ্রামের বিশিষ্ট সমাজ সেবক জনাব মো: কামাল হোসেন ও মো: মুজাম্মেল হোসেন প্রমুখ।
এ বিষয়ে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি সোনারগাঁ উপজেলা শাখার সহ-সভাপতি মো: মনির হোসেন বলেন আমি একজন ক্ষুদ্র ইসেকট্রিনক্স ব্যবসায়ী। সোনারগাঁ চৌরাস্তায় হাজ্বী জালাল টাওয়ারে ন্যাশনাল ইলেকট্রনিক্স নামে আমার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। তিনি আরো বলেন সমাজে সবসময় ভালো কাজ করার জন্য আমি এগিয়ে যাই। করোনা ভাইরাসকাসীন সময়ে আমার কাছে কিছু লোক স্বশরীরে এবং মোবাইল ফোনে যোগাযোগ করে তাদের দু:খের কথা বলে। তাদের কষ্টের কথা শুনে আমার দু’চোখ দিনে অশ্রু ঝড়ে। নিজের কাছে খুব খারাপ লাগে তার পর আমি একজন অতি সামান্য ক্ষুদ্র ব্যবসায়ী।
তার প্রেক্ষিতে আমি আমার সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এবং সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে আলাপ আলোচনা করে আমার সাধ্যমতো চেষ্টা করেছি গরীব ও অসহায় মানুষকে খাদ্য সামগ্রী এবং আর্থিক সহযোগীতা দিয়ে এগিয়ে এসেছি। মোট কত টাকা ও কি দিয়েছেন জানতে চাইলে বলেন কয়েক জন কে ২৫ কেজির এক বস্তা চাউল, ১ কেজি চিনি, ১ কেজি সেমাই এবং নগদ আর্থিক সহায়তা করেছি সাধ্যমত দিয়েছি যা দিয়ে তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারে।
এ বিষয়ে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি সোনারগাঁ উপজেলা শাখার সাধারণ সম্পাদক, সোনারগাঁও পৌরসভার ৮ নং ওয়ার্ডের পৌর ভবনাথপুর গ্রামের কৃতি সন্তান ও গরীবের উকিল নামে খ্যাত নারায়ণগন্জ জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মো: ফিরোজ মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন-পবিত্র রমজান মাস বরকত, রহমত ও ক্ষমার মাস। আমাদের সংগঠনের একটি ভালো কাজের জন্য যদি গরীব অসহায় মানুষ যদি উপকৃত হয় তবে এর প্রতিদান আল্লাহ আমাদের সংগঠনের সব সদস্যকে দিবেন। আমরা আল্লাহকে খুশি করার জন্য গরীব ও অসহায় মানুষকে সাহায্য এবং সহযোগীতা করি। তিনি আরো বলেন আগামী শুক্রবার আমার নিজ মহল্লাবাসীকে সংগঠনের নামে শাক সবজী/ তরকারী প্রদান করিব। পরিশেষে তিনি তার দু’হাত জোড় করে এলাকার বিত্তশালীদের এগিয়ে এসে গরীব ও অসহায় মানুষকে সাহায্য সহযোগীতার জন্য অনুরোধ করেন।
এ বিষয়ে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বলেন আমি খুবই আনন্দিত যে, মানবিক এডভোকেট মো: ফিরোজ মিয়া এবং মানবিক সমাজ সেবক মো: মনির হসোনের মতো পরিবেশ কর্মী আমরা পেয়েছি। আমি আল্লাহর কাছে তাদের জন্য এবং মিটির সকল সদস্যদের জন্য দোয়া করি সবাই যেন মানবিক ভালো কাজ করতে পারে। করোনায় ঘরে থাকি এবং গরীবকে সাহায্য করি।