সকাল নারায়ণগঞ্জঃ
মরণঘাতি করোনা পরিস্থিতিতে প্রায় আড়াই হাজার হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন ১৩ নং ওয়ার্ডের পরাজীত প্রার্থী, নারায়নগঞ্জ জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ। এরই মধ্যে তিনি ১৩ নং ওয়ার্ডের এসকল হতদরিদ্রদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেছেন।
সবশেষ আজ বুধবার (০৬ মে) দুপুরে ওয়ার্ডের চাষাড়া হকার মার্কেট সংলগ্ন রবি দাস পাড়ায় খাদ্য সামগ্রী বিতরণ করেন।
শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ হতদরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এ খাবার সামগ্রী বিতরণ করেন। খাবার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, আলু, আটা। এছাড়াও প্রতি প্যাকেটে ছিলো ব্লিচিং পাউডার, মাস্ক, গ্লাভস ও সচেতনতামুলক হ্যান্ডবিল।
পবিত্র রমজান মাসব্যাপী এই কার্যক্রম চলবে বলে জানান শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ। তিনি বলেন, মানুষ মানুষের জন্য। আজ সারা বিশ্বের মতো বাংলাদেশও গভীর সঙ্কটে। করোনা নামে এক মহাদুর্যোগে সারাদেশ লকডাউন।
আমাদের ১৩ নং ওয়ার্ডেও হাজার হাজার গরীব-দুস্থ শ্রেণীর মানুষ রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও সংসদ সদস্য একেএম শামীম ওসমানের দিক নির্দেশনায় সামর্থ অনুযায়ী হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে সবারই উচিত, আজ এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো। এ নিয়ে কোনো রাজনীতি নয়, মানুষ মানুষের জন্য-এই মূলমন্ত্রই ধারণ করা উচিত।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি এ জেড এম ইসমাইল বাবুল, নারায়ণগঞ্জ প্রেস মালিক সমিতির সভাপতি ও নারায়ণগঞ্জ হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ওয়াহিদ সাদাত বাবু, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক উত্তম সোম প্রমুখ।