সকাল নারায়ণগঞ্জঃ
না’গঞ্জবাসীকে স্বাস্থ্যবিধী মেনে জনসমাগম এড়িয়ে, বার বার হাত ধুয়ে সচেতন থাকা ও অন্যজনকে সচেতন করার জন্য আহ্বান জানিয়েছেন জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড.ওয়াজেদ আলী খোকন। তিনি বলেন,এই করনাক্রান্তীতে, লকডাউনে সবাই সতর্ক থেকে বিধিনিষেধ মেনে নিজের জন্য না হলেও পরিবারের কথা ভেবে ঘরে থাকুন।খুব জরুরী না হলে বাসা থেকে বের হবেন না। রোববার (৩ মে) দুপুরে এই প্রতিনিধির সাথে কথা বললে তিনি এ আহ্বান জানান।
পিপি বলেন,করোনা ভাইরাসজনিত সংক্রমণ এড়াতে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে, কারণ এ রোগের প্রতিকার পেতে হলে মানুষে-মানুষে সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। কিন্তু দুঃখের বিষয় দেখা যাচ্ছে আমরা কেউ কেউ এই ছুটিকে উপভোগ্য করে তুলেছি, যা কাম্য নয়।
এই ছুটি উপভোগের জন্য নয়, ঘরে থেকে সামাজিক দূরত্ব নিশ্চিত করাই এ রোগের প্রধান প্রতিকারমূলক ব্যবস্থা। পিপি আরো বলেন, আমরা সবাই এখন এই মহামারী জয়ের যুদ্ধে শামিল, আমরা যুদ্ধ করছি করোনাকে সামনে রেখেই।
তাই প্রত্যেকের উচিত মেনে জনসমাগম এড়িয়ে, বার বার হাত ধুয়ে সচেতন থাকা ও অন্যজনকে সচেতন করা। এতেই আমাদের মুক্তি। পরিশেষে পিপি ওয়াজেদ আলী খোকন বলেন,এই পবিত্র রমজানের উছিলায় আল্লাহ যেনো আমাদের নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সকল আইনজীবী এবং বাংলাদেশ ও বিশ্বের সকল মানুষদেরকে এই মহামারী থেকে রক্ষা করেন।