সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার মোঃ ইব্রাহীম হোসেন
করোনা ভাইরাসের কারণে চলমান অচলাবস্থায় যাতে কোনো রোগী চিকিৎসা থেকে বঞ্চিত না হয় সেজন্য সোনারগাঁয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প এর ব্যাবস্থা করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু।
জানা গেছে, সোনারগাঁ মোগড়াপারা চৌরাস্তায় অবস্থিত মা জেনারেল হাসপাতালে করোনা ভাইরাসের রোগী ছাড়া সকল রোগীদের প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ৩ টা পযর্ন্ত এ ফ্রী মেডিকেল ক্যাম্পিং এবং চিকিৎসা দেওয়া হবে।
ডাঃ আবু জাফর চৌধুরী বিরু বলেন, করোনা ভাইরাস আতঙ্কে চিকিৎসা সঙ্কটে ফ্রী মেডিকেল ক্যাম্পিং এর ব্যবস্থা করা চিন্তা অনেক আগে থেকে মাথায় ছিল সে লক্ষে যাতে কেউ চিকিৎসা ভোগান্তিতে না পড়ে তার জন্য দেশের দূর্যোগময় সময়ে সব সময় আমি সোনারগাঁ বাসীর কাছে ছিলাম এবং থাকবো। দোয়া করবেন ইনশাআল্লাহ যেনো আপনাদের পাশে এ রকম মেডিকেল ক্যাম্প করে সাধারণ মানুষের চিকিৎসা সেবা করতে পারি।
তিনি আরো বলেন, সোনারগাঁ এর যে সব রোগী ঢাকার শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতালে) আমার নিকট থেকে চিকিৎসা গ্রহন করেন তাদের কেও অনুরুধ করা হল নিয়ম মেনে চিকিৎসা নেয়ার।
নিম্নে নিয়ম উল্লেখ হলোঃ১. করোনা ভাইরাস এর রোগী ব্যাতিত সকল রোগের চিকিৎসা দেয়া হচ্ছে।
২. ০১৭১৭১১৩১৭৮ ( ডাঃ তনয়) এই নাম্বারে আগে কল দিয়ে টেলিমেডিসিন এ চিকিৎসা নিতে হবে।
৩.. ডাঃ পুর্বে টেলিমেডিসিন এর মাধ্যমে নিরধারন করবে রোগী মেডিকেল ক্যাম্প আশবে নাকি, যদি ডাঃ প্রয়োজন মনে করেন তিনি নিজেই রোগী কে ক্যাম্প এ আশতে বলবেন।