সকাল নারায়ণগঞ্জঃ
মহান মে দিবস উপলক্ষে সকল শ্রমিকদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোনারগাঁও পৌরসভার ৮ নং ওয়ার্ডের পৌর ভবনাথপুর গ্রামের কৃতি সন্তান ও গরীবের উকিল নামে খ্যাত না’গঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মো. ফিরোজ মিয়া।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে এক বিশেষ সাক্ষৎাকারে তিনি এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ফিরোজ মিয়া বলেন, পহেলা মে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক দিন। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের শ্রমজীবী মানুষ শোষণ, নিপীড়ন ও তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষে বুকের তাজা রক্ত ঢেলে রাজপথ রঞ্জিত করে তাদের সে অধিকার আদায় করেছিল। আজকের এই দিনে সকল শ্রমিকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি আরো বলেন,করোনা ভাইরাস বিস্তৃতির প্রেক্ষাপটে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুসরণ করে যথাযথ গুরুত্বসহ ১ মে আন্তর্জতিক শ্রম অধিকার দিবস তথা ‘মে দিবস’ পালনের জন্য জেলার সকল শ্রমজীবী মানুষ ও সর্বস্তরের জনতার প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা বিনা প্রয়োজনে কেউ বাড়ি থেকে বের হবেন না। নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকতে সহায়তা করুন এবং সরকারি নির্দেশনা মেনে সবাই ঘরে থাকুন।