সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে। সেই সাথে গত তিন দিনে নতুন করে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৩ জন। এ নিয়ে জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হলেন মোট ৮৯৫ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ৪২ জন। গত ৭২ ঘণ্টায় নারায়ণগঞ্জে নতুন কোন মৃত্যু নেই।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়। আইইডিসিআর সূত্রে গতকাল সন্ধ্যা পর্যন্ত এই আক্রান্তের সংখ্যা ছিল ৮৮২ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ২৮ জন ও আক্রান্ত ৫৫৮ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ১০ জন ও আক্রান্ত ২৫৮। বন্দর উপজেলার ৫ টি ইউনিয়নে আক্রান্তের সংখ্যা ১৭ ও মারা গেছেন ১ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ২৩, সোনারগাঁয়ে আক্রান্ত ২৬ ও মারা গেছেন ২ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১ জন ও ১৩ জন আক্রান্ত।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এই পর্যন্ত জেলায় মোট ২৮৭০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৬৩ জনের। এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে সিটি কর্পোরেশনে ৬৬৭, সদর উপজেলায় ১৫২৭, বন্দরে ১৮০, আড়াইহাজারে ২১৪, সোনারগাঁয়ে ১২৫, রূপগঞ্জে ১৫৭ জনের।
জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩০ জন। তারমধ্যে সিটি কর্পোরেশন এলাকার ১৮ জন, সদর উপজেলার ৮ জন, রূপগঞ্জের ১ জন ও আড়াইহাজারের ৩ জন।