সকাল নারায়ণগঞ্জঃ
পেটের ক্ষুধায় রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের খানপুর উত্তর কুমুদিনী বাগান এলাকার শতশত মানুষ।
মঙ্গলবার(২৮ এপ্রিল) ত্রাণ না পেয়ে নগরীর খানপুর হাসপাতাল সংলগ্ন উত্তর কুমুদিনী বাগান এলাকার শতশত মানুষ এ বিক্ষোভ করেন। পরিবার নিয়ে বাঁচতে ত্রাণের জন্য তারা রাস্তায় নেমেছেন বলে বিক্ষোভকারীর জানান। তারা আরো জানায়, এখানে আমরা যারাই আছি তারা সবাই দিনমজুর। আজকেএক মাসের উপরে আমরা লকডাউনে বন্দী। এখন পর্যন্ত কোনোরকম ত্রাণ পায়নি।
আমাদের কাউন্সিলররা শুধু আমাদের থেকে ভোট নিয়ে গেলো এর বিনিময়ে তারা আমাদেরকে কিছু দিলো না। মেয়র সাহেব বললেন একজন রিক্সাওয়ালার ঘরে পনেরো দিনের খাবার থাকে। মানলাম মেয়র সাহেবের কথা, আজকে তো পনেরো দিনের উপরে হয়ে গেলো এখন এই মানুষগুলা কি খাবে? ক্ষুধার জ্বালায় করোনার ভয় চলে গেছে আমাদের ভিতর থেকে।
মাননীয় প্রধানমন্ত্রী, মেয়র এবং কাউন্সিলর সাহেবের কাছে দাবি আমরা এইখানে সাড়ে ৩’শ পরিবার এই কুমুদিনী বাগানে আছি আমাদের দিকে একটু সুদৃষ্টি দিন, আমাদের প্রাণ বাঁচান।