সকাল নারায়ণগঞ্জঃ
করোনা পরিস্থিতিতে দেশে চলমান সাধারণ ছুটি ও লক ডাউনের কারণে অসহায় হয়ে পড়েছেন মানুষ, কর্মজীবীরা হয়ে পড়েছেন কর্মহীণ। তবে এ পরিস্থিতি মোকাবেলায় বন্দর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কর্মহীন, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রীর উপহার বিতরণ করা হয়েছে।
বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান আয়োজনে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৬০০ পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আজ শনিবার (১৮ এপ্রিল) বেলা ১২টায় ফরাজিকান্দায় কাজিম উদ্দিনের বাসভবনে সামাজিক দূরত্ব বজায় রেখে আনুষ্ঠানিক কয়েকজনের মাঝে উপহার সামগ্রী বিতরণের পর কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হয়।
প্রতি পরিবারের জন্য উপহার সামগ্রীর তালিকায় ছিলো ৫ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মসুরের ডাল, ২ কেজি আলু, ১ কেজি মুড়ি, ১ কেজি পিয়াজ ও ১ কেজি লবন।সেই হিসাবে ৬০০ পরিবারের মাঝে মোট ৩ টন (৩০০০ কেজি) চাল, ৬০০ লিটাল সয়াবিন তেল, ৬০০ কেজি মসুরের ডাল, ১২০০ কেজি আলু, ৬০০ কেজি পিয়াজ, ৬০০ কেজি লবন ও ৬০০ কেজি মুড়ি বিতরণ করা হয়।এসময় কাজিম উদ্দিন প্রধান বলেন, মরণব্যাধি করোনা ভাইরাসের কারণে সারাবিশ্ব আজ স্তব্ধ, একই সাথে আমরাও এ দুর্যোগের মধ্যে পড়েছি।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামীলীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন, আমরা সবাই যেন সামাজিক দুরত্ব বজায় রেখে গরীব দুখী মানুষের পাশে দাড়াই। প্রধানমন্ত্রীর সেই নির্দেশ মোতাবেক করোনা আতঙ্ক নিয়ে ঘরবন্দীদের মধ্যে যারা নিতান্তই হতদরিদ্র, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্য, যারা তাদের কষ্টের কথা কারো কাছে বলতে পারছেন না, কারো কাছে সাহায্যের জন্য হাতও বাড়াতে পারেন না। অথচ পরিবার পরিজন নিয়ে ঘরবন্দি জীবনে দারুন কষ্টের মধ্যে রয়েছেন তাদের খুজে বের করে বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ পৌছে দিচ্ছি। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, অনেক সাংবাদিক ভাই আমাকে ফোন করে জানতে চেয়েছেন আমরা ত্রাণ দিচ্ছি কিনা। আমরা অবশ্যই দিচ্ছি তবে ত্রাণ নয় সামান্য উপহার দিচ্ছি।
আমার নেতাকর্মীরা সবাই এ উপহার সামগ্রী ঘরবন্দিদে ঘরে ঘরে পৌছায় দিবে। বিত্তবান ও অর্থবানদের প্রতি অনুরোধ জানিয়ে কাজিম উদ্দিন বলেন, সারাবিশ্বের ন্যায় দেশেও করোনা আক্রান্ত ও করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। আরো কিছুদিন যদি এভাবে চলতে থাকে তাহলে বাংলাদেশে হাহাকার শুরু হবে। তাই বিত্তবান ও অর্থবানদের প্রতি আহবান থাকবে আপনারা সবাই এসকল অসহায় ও গরীব মানুষদের জন্য এগিয়ে আসুন। আসুন আমরা সবাই মিলে গরীব দুখী মানুষের পাশে দাড়াই।
তিনি আরো বলেন, এই মহামারী থেকে বাঁচতে সবচেয়ে বেশী প্রয়োজন সচেতনতা। তাই নিজে সচেতন থাকি অন্যকে সচেতন করি। অপ্রয়োজনে ঘর থকে বের না হই। খাদ্য সামগ্রীর উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয় আওয়ামীলীগের সাধারন সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, একই ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি শাহীন তাহেরী সিনহা প্রমুখ।