সকাল নারায়ণগঞ্জঃ
সোনারগাঁয়ে বঙ্গবন্ধুর খুনী ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদের লাশ দাফন করায় প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তকে ধিক্কার জানিয়েছেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আলী হায়দার।
রোববার উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর এলাকায় শশুরবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হলে যুবলিগ নেতা একটি টিভি চেনেলের গনমাধ্যমকর্মীর কাছে তিনি ধিক্কার জানান।
যুবলীগ নেতা আলী হায়দার তার বক্তব্যে ক্ষিপ্ত হয়ে বলেন,প্রধানমন্ত্রী নিজেও যদি মাজেদকে সোনারগাঁয়ে কবর দেয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে ধিক্কার জানাই এমন সিদ্ধান্তের।
স্থানীয় আওয়ামীলীগ নেতারা জানান, জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে যে ধিক্কার জানাতে পারে সে কখনো প্রকৃত আওয়ামীলীগ হতে পারেনা। খুনীর লাশ অপসারনের জন্য প্রতিবাদ এক বিষয় আর প্রধানমন্ত্রীকে ধিক্কার আরেক বিষয়, আজ সে শুধু প্রধানমন্ত্রীকে নয় গোটা জাতীকে ধিক্কার জানিয়েছে।
উল্লেখ্য,যদিও প্রশাসনিক অথবা রাষ্ট্রীয় সিদ্ধান্তক্রমে মাজেদের লাশ দাফন করা হয় সোনারগাঁয়ে তবুও একজন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদকের এমন বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠে। ইতোমধ্যে যুবলীগ নেতার এই বক্তব্য বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হলে কারো দৃষ্টি না পড়লেও সোনারগাঁয়ের আওয়ামীলীগ নেতৃবৃন্দের মনে দাগ কেটে যায়।