1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
ত্রা‌নের দা‌বি‌তে মেম্বা‌রের ‌বিরু‌দ্ধে বি‌ক্ষোভ" প্রশ্ন করায় সংবা‌দিক‌দের উপর হামলা ক‌রে আ‌মির মেম্বা‌র ও তার সন্ত্রাসী বা‌হিনী - সকাল নারায়ণগঞ্জ
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৪-২৫ এর শুভ উদ্বোধন” টিআরসি পদে নিয়োগের Physical Endurance Test (PET) এর ৩য় দিনের কার্যক্রম সম্পন্ন ৭ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ ফতুল্লায় যুবককে গুলি করে হত্যার ঘটনায় ১জন আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ ফতুল্লায় গৃহবধূ ধর্ষণের ঘটনায় জড়িত ১জন আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ দেশের জনগণ চায় আগে সংস্কার পরে নির্বাচন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার সমাজকর্মীদের মিলন মেলা ২ ট্রাক পরিমাণ ব্যানার, সাইনবোর্ড অপসারণ ও বিজিবি ক্যাম্পের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ বন্দরে ৯৭ বোতল ফেন্সিডিলসহ ৫ জন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১১  চাষাড়া শহীদ মিনারে মারামারি, পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ 

ত্রা‌নের দা‌বি‌তে মেম্বা‌রের ‌বিরু‌দ্ধে বি‌ক্ষোভ” প্রশ্ন করায় সংবা‌দিক‌দের উপর হামলা ক‌রে আ‌মির মেম্বা‌র ও তার সন্ত্রাসী বা‌হিনী

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ৪৫৬ Time View
ত্রা‌নের দা‌বি‌তে মেম্বা‌রের ‌বিরু‌দ্ধে বি‌ক্ষোভ" প্রশ্ন করায় সংবা‌দিক‌দের উপর হামলা ক‌রে আ‌মির মেম্বা‌র ও তার সন্ত্রাসী বা‌হিনী (ছবি সকাল নারায়ানগঞ্জ)
ত্রা‌নের দা‌বি‌তে মেম্বা‌রের ‌বিরু‌দ্ধে বি‌ক্ষোভ" প্রশ্ন করায় সংবা‌দিক‌দের উপর হামলা ক‌রে আ‌মির মেম্বা‌র ও তার সন্ত্রাসী বা‌হিনী (ছবি সকাল নারায়ানগঞ্জ)

সকাল নারায়ণগঞ্জঃ

নিম্ম আ‌য়ের মানুষ‌দের অসহায়ত্ব যে না থা‌কে সে জন্য বরাদ্ধ করা হয় সরকারী খাদ্য। খাদ্য সামগ্রী বলা হয় নিম্ম আয়ের মানুষ‌দের ঘ‌রে ঘ‌রে গি‌য়ে পৌ‌ছে দি‌তে ।  ফতুল্লাথানাধীন কা‌শিপুর ইউ‌নিয়‌নের ৬ নং ওয়ার্ড এলাকায় বে‌শির ভাগ নিম্ম আ‌য়ের মানুষের বসবাস। সাধারণ ছু‌টি ঘোষার পরপ‌রি অসহায় হ‌য়ে প‌রেন তারা। এর সা‌থে ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে মারা যাওয়ায় লকডাউ‌নে পর‌তে হয় তা‌দের। ‌ঘর থে‌কে কা‌জে না যে‌তে পারায় নেই ঘ‌রে এক মু‌ঠো চাউল। লকডাউন ভে‌ঙ্গে বা‌ড়ির বাই‌রে এ‌সে বি‌ক্ষোভ ক‌রেন তারা। 

বৃহস্প‌তিবার বেলা ১ টায় কা‌শিপুর ইউ‌নিয়‌নের ৬ নং ওয়‌া‌র্ড এলাকার ৫০টি প‌রিবার না খে‌তে পে‌য়ে স্থানীয় মেম্বার আমির হো‌সেন বিরু‌দ্ধে ‌বি‌ক্ষোভ করে। এর পর বিক্ষুদ্ধ জনতার সাম‌নে আ‌মির মেম্বার তোরপর মু‌খে প‌রেন।

প‌রে সংবা‌দিক‌দের প্র‌শ্নের মু‌খে পর‌লে আ‌মির মেম্বার ব‌লেন, আমার ৭০ টি ত্রান আস‌ছে আ‌মি সবাই‌রে দি‌ছি।

কিন্তু উপ‌স্থিত তার এলাকার বিক্ষুদ্ধ ৫০টি প‌রিবার লোকজন ব‌লেন, আপনার এলাকার লোক আমরা আমা‌দের কোন ত্রান দেন নাই। আমার ছে‌লে প্র‌তিবন্ধী তার কোন ভাতা দেন নাই দুর দুর কইরা তারাইয়া দি‌ছেন। 

এ কথা সুনার পরপ‌রি ৬ নং ওয়ার্ড মেম্বার আ‌মির হো‌সেন সহ তার সেল্টার দাদা কিছু মাদক ব্যবসায়ী ও সন্ত্রসী ১০ থে‌কে ১২ জন ঐ বিক্ষুদ্ধ জনতার উপর চওরাও হয় এবং সংবা‌দিক‌দের ম‌ার‌ার জন্য তা‌দের উপর তে‌রে আসে।

এবং আমির মেম্বার ব‌লেন, আ‌মি সাংবা‌দিক‌দের ঘো…ও…মা‌রিনা। আমি ত্রান দিতাম না পার‌লে বা….ফালাইস। উ‌ল্লেখ্য, এ মহামারী দূ‌র্যো‌গ মোকা‌বেলায় বাংলা‌দে‌শে সরকার নিম্ম আ‌য়ের মানুষ ও ম‌ধ্যে‌বিত্ত‌দের ঘ‌রে ঘ‌রে খাদ্য সামগ্রী পৌ‌ছে দি‌চ্ছেন । তাহ‌লে এ খাদ্য সামগ্রী কোথায় যা‌চ্ছে। জেলা প্রশাসক ও পু‌লিশ সুপা‌রের সু দৃ‌ষ্টিকাম্য ক‌রেন, না খে‌তে পাওয়া মানুষ গু‌লো।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL