সকাল নারায়ণগঞ্জঃ
করোনা ভাইরাস প্রাদুভাবের কারণে সরকার সাধারণ ছুটি ঘোষানা দেয়ার ফলে সাধারণ খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পরেছে। সরকারি ও ব্যক্তিগত উদ্যেগে খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার( ৩ এপ্রিল) বিকালে নিতাইগঞ্জ জমিদার কাচারী গল্লী এলাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশসাক জসিম উদ্দিন’র মাধ্যমে নিতাইগঞ্জ প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা দেয়ায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষ সংঙ্কটরে পরেছে এই অবস্থায়। নিতাইগঞ্জ প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘ কর্মহীন মানুষের ঘরে ঘরে ত্রান বিতরণ কর্মসূচীর মাধ্যমে ৫০০ পরিবারে খাবার পাবে পর্যায় ক্রমে। বিতরণ করা ত্রান খাদ্যসামগ্রী মধ্যে ছিলো চাল,ডাল, আটা, আলু, লবণ, সাবান, এসময় সংগঠনের সভাপতি সারোয়ার হোসেন স্বপ্ন সহ সংগঠনের সকলেই উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশসাক সবাইকে সামাজিক নিরাপত্তা দুরত্ব বজায় রাখতে বলেন। এবং সবাইকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে সর্তক থাকার অনুরোধ করেন। অযথা ঘর থেকে বের না হওয়ার আহবান জানান।