সকাল নারায়ণগঞ্জঃ
মানুষ মানুষের জন্য,এই আলোকে অসহায় মানুষ কে সহায়তার জন্য হাত বাড়িয়ে দিলেন জামতালা মসজিদ রোডের পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ।
বুধবার রাতে করোনা ভাইরাস মোকাবেলায় সচেতন, প্রতিরোধ, এবং এলাকার নিম্নবিত্ত ৭৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলেন নগরীর জামতলা মসজিদ রোড এলাকার পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ। এসময় প্রতিটি পরিবারের হাতে ৫ কেজি চাউল,৩ কেজি আলু,১ লিটার তৈল,১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ। সেখানে অবস্হানরত নেতৃবৃন্দ বলেন সাড়াবিশ্ব সহ বাংলাদেশের জনগন ও করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে।
তবে বর্তমান সরকার করোনা ভাইরাস মোকাবেলায় যে ধরনের ব্যাস্হা নিয়েছে তা প্রসংশার দাবী রাখে। আমাদের সকল কে মহান আল্লাহর প্রতি ভরসা করে ধর্য্যধারন ঘড়ে অবসহান করা, এর পাশা পাশি সমাজের প্রতিটি মানুষের উচিত সচেতন থেকে নিজে নিরাপদ থাকা এবং অপর কে নিরাপদ রাখা আমাদের নৈতিক দায়িত্ব। এবিষয়ে সরকারের নির্দেশনা মেনে চলা এবং সচেত থাকতে হবে।