সকাল নারায়ণগঞ্জঃ
করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে পাঁচ লক্ষ টাকা ও ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছে জেলা প্রশাসন। অতি দ্রুতই প্রাপ্ত বরাদ্দসমূহ সিটি কর্পোরেশনসহ সকল উপজেলায় আনুপাতিক হারে উপ বরাদ্দ প্রদান করা হবে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মোলন কক্ষে করোনা বিষয়ক সর্বশেষ পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জসিম উদ্দিন এই তথ্য জানান।
তিনি জানান, কেউ যেন অভুক্ত না থাকে প্রধানমন্ত্রীর সে নির্দেশনার ভিত্তিতে করোনা ভাইরাসের কারণে যে সকল কর্মজীবি মানুষ কর্মহীন হয়ে খাদ্য সমস্যায় আছে যেমন, ভিক্ষুক, ভবঘুরে, দিনমজুর, রিক্সাচালক, ভ্যানগাড়ী চালক, পরিবহন শ্রমিক এদের তালিকা প্রস্তুত করার জন্য নারায়ণগঞ্জ জেলার সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড ভিত্তিক সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে। যাতে করে কোন উপকারভোগী বাদ না পড়ে। জেলার মানবিক কাজে উদ্যোগী বিত্তশালী ব্যক্তি, সংগঠন, এনজিও কোন খাদ্য সহায়তা প্রদান করলে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে নেয়ার জন্য পুনরায় অনুরোধ করেন তিনি।
লা প্রশাসক আরো জানান,নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত সন্দেহভাজন তিন রোগীর নমুনা পরীক্ষার রিপোর্টে নেগিটিভ পাওয়া গেছে। এছাড়া করোনায় আক্রান্ত তিন জনের মধ্যে দুই জন সুস্থ ও একজন আইসোলেশনে রয়েছেন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৭১ জন। গত চব্বিশ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ১৪ জন এবং অব্যাহতি পেয়েছেন ২৫ জন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, জেলা তথ্য অফিসার সিরাজ উদ-দৌলা-খান প্রমুখ।