সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল আলম সেন্টু বলেন, প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। তার প্রভাব আমাদের দেশেও পড়েছে। তাই এই দূর্যোগের সময় আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে। এখন সব জাতি ধর্ম বর্ণ ও দলমত নির্বীশেষে কাজ করা উচিত। তাহলেই আমরা এই দূর্যোগকে মোকাবেলা করতে পারব। তার জন্য আমাদের সচেতন থাকতে হবে আর যার যার ঘরেই অবস্থান করতে হবে। অসহায়দের পাশে ধনীদের এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার (৩১ মার্চ ) সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের উত্তর রসুলপুর সচেতন নাগরিক সমাজ সংগঠের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আলাউদ্দিন হাওলাদার, মহিলা সদস্য অনামিকা হক, উত্তর রসুলপুর সচেতন নাগরিক সমাজ সংগঠের আহবায়ক মো.মাসুম আহমেদ রাজ, সদস্য সচিব মো. ইউসুফ, সদস্য সাদ্দাম হোসেন, মো. রফিক, মো.মাসুদ, মো. মুন্না, ইমরান বাবু,তাজ আহমেদ সাদ্দাম।
সার্বিক সহযোগিতায় ছিলেন, মো. রুবেল শেখ।