সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও নাহিদা বারিক এর উদ্যোগে ৮০ টি জীবাণু নাশক স্প্রে মেশিন সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে দেওয়া হবে।
শুক্রবার ( ২৭ মার্চ ) বিকালে ইউএনও নাহিদা বারিক এ তথ্য নিশ্চিত করেন।
ইউএনও নাহিদা বারিক জানান, প্রাণঘাতী নোবেল করোনা ভাইরাস প্রতিরোধের জন্য নারায়ণগঞ্জ সদর উপজেলা থেকে ব্লিচিং পাউডার ও ৮০ টি জীবাণু নাশক স্প্রে মেশিন দেওয়া হবে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে।
এর মধ্যে থাকবে সদর উপজেলার ৭ টি ইউনিয়ন, খানপুর ও ভিক্টোরিয়া হাসপাতালে, সদর উপজেলার বিভিন্ন মসজিদ, উপজেলার তিন থানা, সদর উপজেলার গুরুত্বপূর্ণ তিনটি টার্মিনাল , নারায়ণগঞ্জ প্রেসক্লাবে ও সাংবাদিক ইউনিয়ন।
তিনি আরও জানান, পানি ও ব্লিচিং পাউডার মিশিয়ে স্প্রে মেশিনের মাধ্যমে ইউনিয়ন পরিষদের প্রতিটি ওলি-গলি, রাস্তা-ঘাট, হাট-বাজার ও পাড়া মহল্লায় স্প্রে করে দেওয়া জন্য চেয়ারম্যান, মেম্বারদেরকে আমি অনুরোধ করছি। যদিও উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক আগে থেকেই দেওয়া শুরু করেছে। কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি তো পাড়া মহল্লার ওলি গলি রাস্তাতে ঢুকতে পারে না তাই প্রতিটি ইউনিয়ন পরিষদে এই মেশিন ও ব্লিচিং পাউডার দিয়ে দেওয়া হবে।