সকাল নারায়ণগঞ্জঃ
করোনা নিয়ে আতংক নয় প্রয়োজন সচেতন হওয়া। এ বিষয়ে সাধারন মানুষ কে সচেতন করতে মহৎ উদ্দ্যেগ গ্রহন করেছে নারায়নগন্জ রাইফেল ক্লাবের সাধারন সম্পাদক মুঃ খালেদ হায়দার খাঁন কাজল।
গত সোমবার রাইফেল ক্লাবের পাশে নগরীর চাষাড়া এলাকায় ২টি গুরুত্বপূর্ন প্রধান সড়কের ফুটপাতে সাধারন মানুষ কে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যাবস্হা করেছেন, যাতে করে পথচারী,রিক্সাওয়লা, পরিবহন শ্রমিক ও হতদরিদ্র মানুষ বিনায় পয়সায় এ সেবা পেতে পারে বলে একটি সূত্র থেকে জানাগেছে।
যতদিন এ মহামারী করোনা ভাইরাস অব্যাহত থাকবে ততদিন এ সেবা পাবে সাধার ন মানুষ। এ বিষয়ে পথচারী ও সাধারন মানুষ এ প্রতিনিধি কে জানিয়েছেন রাইফেল ক্লাব কতৃপক্ষ এ মহৎ কাজটি করায় মানুষ খুবই উপকৃত হয়েছে এছাড়াও আরো অনান্ন্য ব্যাক্তি প্রতিষ্ঠা যারাই এ ব্যাবস্হা নিয়েছে তাদের এ উদ্দ্যেগ কে সাধুবাদ জানিয়েছে নগরীর খেটেখাওয়া হতদরিদ্র সাধারন মানুষ।