সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জে প্রবাসীদের বাড়ী ‘লাল পতাকা’ দিয়ে চিহ্নিতকরনসহ জনসচেতনতায় লিফলেট বিতরণ করেছে জেলা আইনসার বাহিনী। সোমবার (২৩ মার্চ) বিকালে এ কর্মসূচী পালন করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা পরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ (পিএসসি, এনডিসি)’র নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট মকসুদ রসূল করোনাভাইরাস প্রতিরোধে সকল উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড দলপতি, দলনেত্রী এবং সদস্যদের মাধ্যমে বিদেশ থেকে আগত প্রবাসীদের বাড়ী লাল পতাকা দিয়ে চিহ্নিতকরনসহ জনসচেতনতায় লিফলেট বিতরণ করেন। এ ছাড়াও জনসাধারনের মাঝে হ্যান্ড স্যানিটেরাইজার বিতরণও করান।
এদিকে আনসার বাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মানুষ। তারা মনে করেন, এ উদ্যোগের ফলে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কার কম থাকবে। এবং জনসচেতনতায় লিফলেট বিতরণ ও বিনামূল্যে হ্যান্ড স্যানিটেরাইজার বিতরণের ফলে মানুষ উপকৃত হচ্ছে। এমন মহতি উদ্যোগ আনসার বাহিনী অব্যাহত রাখবে, এমনটাই আশা করছেন সচেতন মানুষ।