1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
নরেন্দ্র মোদির সফর বাতিল ঘোষনা করেছে ভারত। - সকাল নারায়ণগঞ্জ
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
পুলিশ ‍সুপারের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময় নারায়ণগঞ্জের সিভিল সার্জন মুশিউর রহমানকে ভৎসনা করেছেন আদালত সেলিম খন্দকার খোকার মত্যুতে নারায়ণগঞ্জ সাংবাদিক উন্নয়ন ফোরামের গভীর শোক প্রকাশ জান্নাতুল বাকিতে ডা. রাশেদার দাফন সম্পন্ন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ-এর সাথে ইসলামী আন্দোলনের নেতৃকর্মীদের সাক্ষাত ইসলামী আন্দোলন নগর সাংগঠনিক সম্পাদকের মায়ের ইন্তেকাল বাস ভাড়া কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক ২৪ কেজি গাঁজা ও একটি ট্রাক জব্দ-সহ গ্রেফতার: ৩ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ অনুষ্ঠিত হলো ঢাকা বিভাগীয় কমিটির পরিচিতি ও আলোচনা সভা সকালে নারায়ণশঞ্জ – এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৬ষ্ঠ বছরে পদার্পন উপলক্ষে আলোচনা ও কেক কাটা

নরেন্দ্র মোদির সফর বাতিল ঘোষনা করেছে ভারত।

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
  • ১৮৫ Time View
নরেন্দ্র মোদির সফর বাতিল ঘোষনা করেছে ভারত। (ছবি সংরহিত)
নরেন্দ্র মোদির সফর বাতিল ঘোষনা করেছে ভারত। (ছবি সংরহিত)

সকাল নারায়ণগঞ্জঃ

গণমাধ্যম মোদির বাংলাদেশ সফর বাতিলের খবর দিয়েছে। তবে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। খবর ঢাকা ট্রিবিউনের।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও শেষ মুহুর্তে তা বাতিল করা হয়েছে। একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এবং টাইমস অব ইন্ডিয়া।

তবে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। গত রবিবার (৮ মার্চ) বাংলাদেশে তিন ব্যক্তির করোনাভাইরাসে (কোভিক-১৯) আক্রান্ত হওয়ার পরিপেক্ষিতে মুজিববর্ষের অনুষ্ঠান সীমিত করার ঘোষণা আসে।

ওই ঘোষণায় বলা হয়, আগামী ১৭ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠেয় মূল অনুষ্ঠানটি ওই দিন হচ্ছে না। অনুষ্ঠানটিতে আমন্ত্রিত বিদেশি অতিথিদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও থাকার কথা ছিল।এর আগে গত ৫ মার্চ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মোদির বাংলাদেশ সফরে আসার আনুষ্ঠানিক ঘোষণা দেয়।ওই ঘোষণায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেন, “প্রধাানমন্ত্রী (মোদি) ১৭ মার্চ মুজিববর্ষ উদযাপনে যোগ দিতে ঢাকা সফর করবেন।

এ সফর সম্পর্কে যথাসময়ে আমরা আরও বিস্তারিত জানাবো।”সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে রবীশ কুমার আরও বলেন, “আমাদের প্রধানমন্ত্রী আমন্ত্রণটি গ্রহণ করেছেন এবং তিনি বাংলাদেশ সফর করবেন।”প্রসঙ্গত, রবিবার দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিন জন রোগী শনাক্ত হয়েছে বলে  জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। বাংলাদেশসহ বিশ্বের ১০৯টি দেশে ছড়িয়েছে ভাইরাসটি।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৩০ জনে। ওয়র্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৭১ জন। যাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬২ হাজার ২৮০ জন।এর আগে,  গত ৩০ জানুয়ারি থেকে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL