সকাল নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞ্চার সভাপতিত্বে সভায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতের সময় ও ইমাম নির্ধারণ, ঈদের জামাতের জন্য সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও কোরবানির হাট, বর্জ্য ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতের জন্য বিগত ঈদুল ফিতরে নিয়োগকৃত তিনজন ইমামকে পুনরায় ঈদুল আজহার ইমাম হিসেবে সর্বসম্মতিক্রমে নিয়োগ দেওয়া হয়।
যথাক্রমে- মাওলানা আবু তাহের জিহাদী সাহেব দা.বা. মুহতামিম- দারুল উলুম দেওভোগ মাদ্রাসা, মাওলানা আব্দুল কাদির সাহেব দা.বা. মুহতামিম- আমলাপাড়া মাদ্রাসা ও মাওলানা শেখ শাব্বীর আহমাদ মুহতামিম- সিরাজুল উলুম আদর্শনগর মাদ্রাসা।
সভায় উপস্থিত ছিলেন, বিএনপি, জামায়াত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের জন্য নির্ধারিত তিন ইমাম সহ প্রশাসনের বিভিন্ন সেক্টরের উর্ধতন কর্মকর্তাগণ ।