সকাল নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৬ মে) নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজনে নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: মাশফাকুর রহমানের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “Science is a useful servant but a dangerous master.” তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির যথাযথ ব্যবহারই পারে একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছাতে। জ্ঞান-বিজ্ঞানের প্রসারে এবং মেধাবী প্রজন্ম গঠনে জেলা প্রশাসন সর্বদা পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা এবং জেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানের পর জেলা প্রশাসক বিভিন্ন প্রজেক্ট ও উদ্ভাবনী ধারণার স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উপস্থাপনায় প্রশংসা জানান। এই আয়োজন আগামী প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল করে গড়ে তুলতে অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রিপারেটরি স্কুলের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ