সকাল নারায়ণগঞ্জ :
৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা একটি মানবিক, অসাম্প্রদায়িক, অরাজনৈতিক, ধর্ম নিরপেক্ষ, প্রবীণ নাগরিকদের সমন্বয় সংগঠিত মননশীল পরিবর্তন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
দেশ ও প্রবাসের বন্ধুময় সকল কে ভরসা বিশ্বাসের স্বপ্ন বুননে আমরা সবাই বিভিন্ন পেশায়জড়িত,ব্যবস্ততার মাঝেও মানবিক, মানবতার সহায়তা কল্যাণে কাজ করি, যে ভাবে যে অবস্থায় থাকি না কেনো, পৃথিবীর বহু দান বীর, সহায়তা কল্যাণ ট্রাস্ট,দাতাসংস্থা ও পৃষ্টপোষক রয়েছেন মানবিক কর্মসাধনে পৃষ্টপোষক করে আসছেন যুগের পর যুগ ধর্ম বর্ণ নির্বিশেষে- সৃষ্টির মহাত্ম কে টিকিয়ে রাখতে, মানুষের মনুষ্যত্ব বিকাশের সুযোগ সুবিধার মান উন্নয়নে। আমরা সে সকল মহাত্ম সূধীজনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা সংগঠনের পক্ষ থেকে। আমরা সাংগঠনিক পরিধি বিশ্বায়ণে উপস্থাপন করা লক্ষ্যে আপনাদের সহায়তা ও সহযোগিতা একান্ত ভাবে আশা করছি,আমরা প্রবীণ নাগরিকদের জীবনকে পরিবারে সুরক্ষিত করার জন্য ও তাদের সন্মান সংরক্ষিত করণে সামাজিক ভাবে মূল্যায়ণ করণে কাজ করছি,
(বৃদ্ধাশ্রম নয় পরিবার হউক সুরক্ষিত বাসযোগ্য স্থান)
এছাড়াও রয়েছে একাধিক পরিকল্পনা, প্রবীণ নাগরিকদের আত্ম জীবনি প্রকাশনা ও গবেষণা মুলক সাহিত্য চর্চা,আহার,বিভিন্ন কর্মশালার মাধ্যমে যুগপৎভাবে নতুন একটি পৃথিবীর স্বপ্ন রূপান্তরের জন্য
এগিয়ে যাওয়া। এই সংগঠনের পাশে এগিয়ে আসার জন্য আপনাদের সকল কে আহবান করছি।