সকাল নারায়ণগঞ্জ :
ভোলাইল মিষ্টির দোকানের সামনে ওভার ব্রিজের নিচের কাঁচা রাস্তাটি পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রবিবার (২৫ মে) সকালে স্থানীয়রা এ কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি কাঁচা অবস্থায় রয়েছে। এতে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। সামান্য বৃষ্টিতেই কাদায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী ও গর্ভবতী নারীদের জন্য এ রাস্তা যেন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রায়শই ঘটছে দুর্ঘটনা।
তাদের দাবির পরিপ্রেক্ষিতে হাইওয়ে বিভাগের একজন হাইওয়ে ইঞ্জিনিয়ার এসে এলাকাবাসীকে আশ্বস্ত করেন যে, আগামীকাল থেকেই রাস্তার পাকাকরণের কাজ শুরু হবে। এই প্রতিশ্রুতির ভিত্তিতে মানববন্ধন কর্মসূচি স্থগিত করেন স্থানীয়রা।