সকাল নারায়ণগঞ্জ :
হযরত শাহজালাল (রা:) এর ৭০৬ তম ওরশ মোবারক উপলক্ষে ৩৬০ আউলিয়ায় অবস্থান নিয়ে ওরশ উপলক্ষে গিলাব চড়ানো হয় এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল শেষে হযরত শাহপরান, আহমদ শাহ, করিম শাহ, বোরহান উদ্দিন শাহ দরবারে জিয়ারত শেষে মিন্নত আলী মাজারে তোবারকের আয়োজন করা হয় এবং শহীদ জিয়াউর রহমান, তারেক জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়।
তোবারক ও দোয়ায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক জাকির হোসেন সেন্টু, শ্যলক বাপ্পি, নাজমুল, রিপন, নয়ন, সাইফুল ইসলাম, মোতালিব হোসেন, হাফেজ নজরুল ইসলাম খতিব সাকের আলী মসজিদ, পারভেজ, ইমন সালাউদ্দিন সহ আরও অনেকে।