সকাল নারায়ণগঞ্জ :
“গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ ” কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিনই বিভিন্ন জায়গায় কার্যক্রম চালাচ্ছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। কিন্তু নারায়ণগঞ্জের প্রানকেন্দ্র চাষাড়া শহীদ মিনার ক্লিন হচ্ছেনা এই জনমনে অনেক প্রশ্ন রয়েছে৷
দেখা যায়, সারাদিন চাষাড়া শহীদ মিনারে প্রায় ৩০টির মতো চটপটি, ফুচকা ও শরবতে দোকান বসে। দিন শেষে এই দোকানগুলো শহীদ মিনারেই রেখে চলে যায় হকাররা। এতে করে শহীদ মিনারের পরিবেশ নোংরা করে রাখে তারা। যদিও শহীদ মিনারে দোকান রাখার কোন নিয়ম নেই।
শহীদ মিনারের পরিবেশ ফিরিয়ে আনতে ডিসির নজরদারী প্রয়োজন বলে মনে করছেন অনেক সুশীল সমাজের লোকেরা।