সকাল নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১২নং ওয়ার্ডে ১০০৩ পরিবারের মাঝে টিসিবির পন্য বিতরণ করা হয়।
বুধবার (৩০ এপ্রিল) ১২নং ওয়ার্ড কার্যালয়ের মাঠে ডিলার শাহিদুর রশিদের তত্ত্বাবধানে ১০০৩ পরিবারের মাঝে এই টিসিবির পন্য বিতরণ করা হয়।
টিসিবির পন্যের মধ্যে ছিলো, চাউল ৫ কেজি, ডাল ২ কেজি, তেল ২ লিটার ও চিনি ১ কেজি।
পন্য বিতরন শেষে ডিলার শাহিদুর জানান, সকাল ১১টা থেকে সফটওয়্যারের মাধ্যমে আমি মাল দেয়া শুরু করেছি। সফটওয়্যারে স্ক্যান হতে ৩০ থেকে ৩২ সেকেন্ড সময় লাগে। এখন বাজে রাত দেড়টা। যদি এভাবে মাল বিলি করি তাহলে সমস্যা হবে। মানুষেরও ভোগান্তি। একটি মোবাইলে আইডি লগইন করা যায়। যদি দুইটি মোবাইল হতো তাহলে আমাদের জন্য আরো সুবিধা হতো।
টিসিবি পণ নিতে আসা এক ভুক্তভোগী জানান, তিনি সেই সকাল থেকে রাত অবদি এখনো লাইনে দাঁড়িয়ে আছেন। অসুস্থ, বয়স্ক মহিলা, প্রেগন্যান্ট রোগী এমনও অনেক মানুষ রয়েছেন যারা ঘণ্টার পত ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছেন। টিসিবির পন্য দিতে আসা ডিলারের লোক কম আবার তারা দেরী করে কাজ করে।