সকাল নারায়ণগঞ্জঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়নগঞ্জ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত ভেজাল ও দুর্নীতি প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জ জেলা জজ আদালত সম্মেলন কক্ষে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুলতান মাহমুদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ মোঃ আনিসুর রহমান।
প্রধান অতিথি মোহাম্মদ আনিসুর রহমান বলেন, বাংলাদেশের ৯০% লোক দুর্নীতি গ্রস্ত, প্রতিটা জায়গায় হয়রানি হচ্ছে, তবে এগুলি একদিনে নির্মুল করা সম্ভব হবে না। সবাইকে মিলে ভেজাল ও দুর্নীতি দমনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এসময় জেলা দায়রা জজ আনিসুর রহমান সব ধনের সহযোগিতার আসাশ্ব দেন।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা, সহকারী কমিশনার মেহেদী হাসান ফারুক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত শাহ মোহাম্মদ ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত জাকির হাসান প্রমুখ।