সকাল নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ শহরের বিনোদন হোক কিংবা সমাগমের কেন্দ্রবিন্দু বলতে বোঝায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার। শহর ও শহরতলীর যেকোন প্রান্তর থেকে এখানে লোকজন এসে জড়ো হয়। বিশেষ করে শহরের ভেতরে উন্মুক্ত স্থান তেমন একটি না থাকায় এই শহীদ মিনারে সকাল থেকে লোকসমাগম দেখা যায়। বিগত দিনে সাধারণত সংস্কৃতি কর্মীদের আড্ডাস্থল ছিল এই শহীদ মিনার। তবে সাম্প্রতিক সময়ে সংস্কৃতিকর্মীদের স্থান দখল করে নিয়েছে বখাটে কিশোর গ্যাং,ছিনতাইকারী চক্র এবং ভাসমান পতিতারা।
এদিকে শহীদ মিনারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিনতাইকারী চক্র। চাষাঢ়া শহীদ মিনার ও সংলগ্ন এলাকায় বিশেষ করে সন্ধ্যার পর থেকেই আনাগোনা থাকে ছিনতাইকারী চক্রের। প্রায়শই সাধারণ নিরীহ মানুষকে টার্গেট করে মোবাইল ও টাকাসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয় ছিনতাইকারী চক্র। এছাড়া প্রায়ই কিশোর গ্যাংদের মধ্যেও হাতাহাতি সংঘর্ষের ঘটনা ঘটছে।
শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১১টার দিকে এক মেয়ে ও ছেলেকে মারধর করে মোবাইল ছিনিয়ে নেয় নাফিস নামে এক যুবক। নাফিস প্রায় সময়ই শহীদ মিনারে ছাত্র পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করে থাকে। ওই ছেলে ও মেয়েকে শহিদ মিনার থেকে বাইরে নিয়ে সিএনজি স্ট্যান্ডের সামনে নিয়ে মারধর করে মোবাইল ছিনিয়ে নেয়। পরবর্তীতে পুলিশের সহায়তায় নাফিস ও তার সাথে থাকা এক যুবককে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, এই বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।