সকাল নারায়ণগঞ্জ :
ঢাকার আশুলিয়া থেকে মৃত্যুদণ্ডে দণ্ডিত ওয়ারেন্টভুক্ত আসামী জহিরুল ইসলামকে আটক করেছে র্যাব-১১, নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার মামলা নং-৫ (৩) ৯৯, ধারা-৩৯৩/৩০২/৩৪ পেনাল কোড। ১৯৯৯ সালে আড়াইহাজার থানায় এই হত্যা মামলাটি রুজু হয়। ঘটনার পর থেকে আসামি গ্রেফতার এড়ানোর লক্ষ্যে আত্মগোপনে চলে যায়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত এই হত্যা মামলার রায় ঘোষণা করেন এবং রায়ে আসামি জহিরুল ইসলামকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন। এরই প্রেক্ষিতে নিজস্ব গোয়েন্দা নজরদারীর মাধ্যমে, এই মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি দীর্ঘ ২৬ বছর ধরে পলাতক নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বাজবী এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে জহিরুল ইসলামকে (৪৫) র্যাব-১১, সিপিএসসি কোম্পানি, আদমজীনগর, নারায়নগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ২টা ২৫ মিনিটের সময় ঢাকা জেলার আশুলিয়া থানার কাইচাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।